রাজর্ষি দত্তগুপ্ত, কলকাতা : খাস কলকাতায় ফের লক্ষ লক্ষ টাকার জাল নোট উদ্ধার (Counterfeit Currency Note)। কলকাতা পুলিশের এসটিএফের (Kolkata Police STF) হাতে গ্রেফতার জাল নোট পাচারকারী চক্রের অন্যতম পাণ্ডা উদ্ধার ১২ লক্ষ টাকার জাল নোট, বাজেয়াপ্ত হওয়া নোটগুলি সবই ৫০০ টাকার।


নারকেলডাঙা থানা (Narkeldanga Police Station) এলাকা থেকে কলকাতা পুলিশের এসটিএফের হাতে পাকড়াও মালদার বাসিন্দা আলফাজ শেখ। মালদা (Malda) থেকেই এই জাল নোটের কারবার চলত বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতার হওয়া মালদার বাসিন্দা বৈষ্ণবনগরের মোহনপুর গ্রামের বাসিন্দা।


জাল নোটের ওই কারবারির কাছে বিপুল পরিমাণ নোট রয়েছে বলেই গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশের এসটিএফ। ওঁত পেতে তল্লাশি চালিয়ে জাল নোট চক্রের অন্যতম পাণ্ডাকে পাকড়াও করে পুলিশ। তার কাছ থেকে ২৪০০ শো টি জাল ৫০০ টাকার নোট উদ্ধার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। আদালতে পেশ করা হয় ধৃতকে।


প্রসঙ্গত, গত জুলাই মাসে দু'জায়গা থেকে জাল নোট উদ্ধারের ঘটনায় মালদায় (Malda Fake Currency Recovery) গ্রেফতার করা হয়েছিল ৩ জনকে। পুলিশের দাবি, ধৃতরা সকলেই ছিল জাল নোটের পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজারের বাঁধাপুকুর মোড় থেকে দু'জনকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ (West Bengal Police STF)। তৃতীয় ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল কালিয়াচক থেকে।


পুলিশের দাবি ছিল, ইংরেজবাজারের বাঁধাপুকুর মোড় থেকে ধৃত ২ জনই বিহারের বাসিন্দা। তাদের কাছ থেকে দেড় লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয় বলেই খবর পাওয়া যায়। রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে খবর মেলে, জাল নোটগুলি কালিয়াচক থেকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল। অন্যদিকে, কালিয়াচক থেকেও ১ লক্ষ ৯৮ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। কালিয়াচকের নলদাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে রবিউল মিঞাঁ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। তার কাছ থেকে প্রায় ২ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছিল বলে খবর। যে ঘটনার রেশ কাটার আগেই জাল নোট উদ্ধার চক্রের সঙ্গে ফের একবার জড়িয়ে গেল মালদার নাম।                                 


 


আরও পড়ুন- রোহিঙ্গাদের ভারতে ঢুকিয়ে জঙ্গি কার্যকলাপে ব্যবহার ! মানব পাচারের তদন্তে চাঞ্চল্যকর তথ্য এনআইএ-র হাতে