পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : হরিদেবপুরকাণ্ডে (Haridevpur) নাটকীয় মোড় ! সোমবার, মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে মা ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছিল পুলিশ। মঙ্গলবার জানা গেল, মা ও তাঁর প্রেমিককে ফাঁসাতে গল্প ফেঁদেছিল মেয়েই। নাবালিকার বিরুদ্ধে মিথ্য়ে তথ্য দেওয়ার অভিযোগে তাকে হোমে পাঠিয়েছে পুলিশ (Police)।


কথায় বলে, বাঘে ছুঁলে আঠারো ঘা। পুলিশে ছুঁলে ছত্রিশ। সেই পুলিশকেই একেবারে নাকানিচোবানি খাওয়াল হরিদেবপুরের ১৬ বছরের কিশোরী। সোমবার, মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে মা ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছিল পুলিশ। মঙ্গলবার জানা গেল, মা ও তাঁর প্রেমিককে ফাঁসাতে গল্প ফেঁদেছিল মেয়েই।


সোমবার ভোররাতে হরিদেবপুর থানায় (Haridevpur Police Station) ফোন আসে এলাকারই একটি ফ্ল্য়াটের তিনতলায় আগুন লেগে গেছে। সকালে নিতান্তই সাধারণ একটি অগ্নিকাণ্ডের ঘটনা বলে যখন ধরে নিয়েছেন পুলিশকর্মীরা, তখন রাতে সেই ঘটনাই অন্য মোড় নিল। চ্য়াটের একগুচ্ছ স্ক্রিনশটের প্রিন্টআউট নিয়ে হরিদেবপুর থানায় হাজির হয় বছর ১৬-র কিশোরী। জানায়, তাঁকে পুড়িয়ে মারার উদ্দেশেই ফ্ল্য়াটে আগুন লাগান তাঁর মা। যার ব্লু প্রিন্ট তৈরি করে দিয়েছিলেন মায়ের প্রেমিক। কিশোরীর অভিযোগে, মা খাদ্য দফতরের কর্মী, ও তাঁর প্রেমিক বারাসাত পুলিশ জেলার কনস্টেবল, দুজনকেই গ্রেফতার করে পুলিশ। 


কিন্তু, কিভাবে মায়ের চ্য়াট মেয়ের ফোনে এল ? তা জানতে গিয়েই হল রহস্যভেদ ! পুলিশ সূত্রে দাবি, কিশোরী একবার দাবি করে, হোয়াটসঅ্য়াপ থেকে নিয়েছে, একবার বলে, ব্লুটুথ থেকে নিজের ফোনে স্ক্রিনশট সেন্ট করেছে। কিন্তু, পুলিশ জানতে পারে, হোয়াটস্যাপ বা ব্লুটুথ থেকে এই স্ক্রিনশট সেন্ট করা হয়নি। তবে হল কীভাবে ? পুলিশের দাবি, প্রশ্নের মুখে ভেঙে পড়ে কিশোরী। জানায়, মায়ের মোবাইল ফোনের সিমকার্ড ক্লোন করে, মায়ের ফোনের দখল নিয়েছিল সে। সেখান থেকেই জানতে পারে, মায়ের একাধিক প্রেমিকের কথা। তারপর, রাগের বশে মা ও তাঁর প্রেমিককে ফাঁসাতেই ছক কষে।


পুলিশের দাবি, মায়ের সঙ্গে তাঁর প্রেমিকের কথোপকথনের স্ক্রিনশট নয়, নিজেই মনগড়া কথা লিখে টেমপ্লেট বানায় মেয়ে। যা পুলিশের কাছে মা ও তাঁর প্রেমিকের কথোপকথন বলে দাবি করে। পুলিশের দাবি, ফ্ল্য়াটেও আগুন লাগায় কিশোরী নিজেই! এরপরই, এই নাবালিকার বিরুদ্ধে মিথ্য়ে তথ্য দেওয়ার অভিযোগে মামলা রুজু করে পুলিশ। 


আরও পড়ুন- বিরক্ত করছে 'স্প্যাম কল' ! সমস্যার সমাধানে ৭ পরিকল্পনা করছে সরকার


তাকে হোমে পাঠানো হয়। বুধবার নাবালিকাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হবে। এদিকে, কিশোরীর কর্মকাণ্ড জানার পর, এদিন তাঁর মা ও মায়ের প্রেমিকের জামিনের বিরোধিতা করেনি পুলিশ।


আরও পড়ুন: প্রবল গ্রীষ্ম বাড়ায় অ্যাজ়মার প্রবণতা, তীব্র হয় কষ্ট, কীভাবে বাঁচবেন