অর্ণব মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউ, কলকাতা: বর্ষশেষ-নতুন বছরের দোরগোড়ায় ফের চোখ রাঙাচ্ছে করোনা। চিনে আবার বাড়ছে করোনা। ধাক্কা লেগেছের সেদেশের অর্থনীতিতেও। বিশেষজ্ঞরা বারবার বলছেন কোভিডের সঙ্গে লড়তে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন টিকাকরণ। কিন্তু কলকাতায় ছবিটা একেবারে অন্য। পুরসভার দাবি, কলকাতায় কোভিড টিকা নিতে অনীহা রয়েছে মানুষের মধ্যে। প্রথম ও দ্বিতীয় ডোজের তুলনায় অনেক কম মানুষ বুস্টার ডোজ নিয়েছেন, এমনটাই জানালেন মেয়র পারিষদ (স্বাস্থ্য)।
বিনামূল্য়ে করোনার টিকা ভ্যাকসিন দেওয়ার জন্য সেন্টার আছে কলকাতার বিভিন্ন প্রান্তে। কিন্তু,সাধারণ মানুষের জন্য এই বিশেষ ব্যবস্থা রাখা হলেও তাঁদের উৎসাহ নেই। বুস্টার ডোজ নেওয়ার জন্য তাঁদের ভিড় চোখে পড়ছে না বলে কলকাতা পুরসভার দাবি। সম্প্রতি ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7-র হানায় বেসামাল চিন। ভারতেও কোভিডের ছবি ধরা পড়়েছে। কিন্তু ভ্য়াকসিনের বুস্টার ডোজ নিতে অনীহার ছবিটা বদলায়নি। নতুন করে করোনার আতঙ্ক মাথাচাড়া দেওয়ায়, যখন বুস্টার ডোজের উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার, তখন কলকাতায় দেখা যাচ্ছে তৃতীয় ডোজ নিয়েছেন নাম মাত্র কিছু মানুষ।
কতজনের বুস্টার:কলকাতা পুরসভার তথ্য বলছে, এখনও পর্যন্ত করোনার প্রথম ডোজ নিয়েছেন ৭ কোটির বেশি। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭ কোটির কম। সেখানে বুস্টার ডোজ নিয়েছেন মাত্র দেড় কোটির কিছু বেশি। কিন্তু কেন এই অবস্থা? কলকাতা পুরসভার মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ বলেন, '২০ জন না রেডি না থাকলে দিতে পারছি না। ফলে লোক না এলে খুলতে পারছি না। বিনামূল্যে না পাওয়ায় অনেকেই নিচ্ছেন না বুস্টার ডোজ।'একদিকে বুস্টার ডোজের পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও, তা নিতে মানুষের মধ্যে অনীহা। অন্যদিকে, আবার নির্দিষ্ট কিছু ভ্যাকসিনের যোগানের অভাব রয়েছে বলে জানাচ্ছে কলকাতা পুরসভা। অতীন ঘোষ বলেন, 'টিকাকেন্দ্র রয়েছে ১৬টি, কোভিশিল্ড, কর্বিভ্যাক্স আমাদের নেই। নষ্ট হওয়ায় ফেরত পাঠিয়েছিলাম।'
বিজেপির কটাক্ষ:বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'কেন্দ্র পাঠাচ্ছে। এখানে নেই কেন? নিচ থেকে ওপর খতিয়ে দেখা উচিৎ। কেন্দ্র কোথাও অভাব রাখেনি। চিন ভুয়ো ভ্যাকসিন দিয়েছে। তাই বিপদ বেড়েছে। আমাদের রাজ্যে ভুয়ো সরকার চলছে। শুধু আওয়াজের ওপর আছে। অনেকে এখনও একটাও ভ্যাকসিন নেননি। তাদের সরকারের বোঝান উচিৎ।'
একদিকে বুস্টার ডোজ নিতে মানুষের মধ্যে অনীহা, অন্যদিকে ভ্যাকসিনের যোগান নিয়ে রাজনৈতিক তরজা। যখন এমনটা হচ্ছে তখন বিশ্বে ফের মাথাচাড়া দিচ্ছে কোভিড। ফলে বাড়ছে আশঙ্কা।
আরও পড়ুন: পরপর ছুটি, কোভিড উদ্বেগের মাঝেই বন্ধ পুরসভার টিকা- কোভিড পরীক্ষাকেন্দ্র