কলকাতা: সারা কলকাতা শহর জুড়ে বেহাল ত্রিফলা বাতিস্তম্ভের পরিস্থিতি। হাওড়ার মত একই ছবি কলকাতাতেও। গত মঙ্গলবার ত্রিফলা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাওড়া পুর এলাকায় মৃত্যু হয় এক মহিলার। তারপরেই কলকাতার পরিস্থিতি নিয়ে নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। 


কী পরিস্থিতি কলকাতায়?
কলকাতাতে কার্যত বেহাল ত্রিফলা বাতিস্তম্ভগুলি। খোলা অবস্থায় রয়েছে ত্রিফলার জয়েন্ট বক্সগুলি (Joint Box)। হারিয়ে গিয়েছে ঢাকনা। বেরিয়ে রয়েছে তার। উত্তর থেকে দক্ষিণ, শহরের বিভিন্ন অংশে বিপজ্জনকভাবে খোলা রয়েছে তার। গিরীশ পার্ক, পাইকপাড়া, রাজা মনীন্দ্র রোডে ত্রিফলা বাতিস্তম্ভগুলি থেকে বেরিয়ে রয়েছে তার। দেওধর স্ট্রিট, রাজাবাজার, সায়েন্স কলেজের সামনেও খোলা অবস্থায় রয়েছে তার। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। পুরসভা দ্রুত ব্যবস্থা নিক, এমনই দাবি জানিয়েছেন বাসিন্দারা। আবহাওয়া দফতর জানিয়েছে. খুব দ্রুত বর্ষা ঢুকছে। ফলে ত্রিফলার খোলা তারে বাড়েছ চিন্তা। গত বছর বর্ষায় কলকাতা, হাওড়া ও  আরও কিছু জায়গায় ত্রিফলা বাতিস্তম্ভ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল। 


পদক্ষেপ পুরসভার:
ত্রিফলা বাতিস্তম্ভের জয়েন্ট বক্সের তার খোলার বিষয়ে পুর কমিশনারের কাছে রিপোর্ট চেয়েছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শহরে ত্রিফলা বাতিস্তম্ভের জয়ন্ট বক্স কোথায় কীভাবে খোলা রয়েছে, সেগুলি ঠিক কী অবস্থায় রয়েছে। এ সমস্ত কিছুই থাকবে ওই রিপোর্টে। তারপর পুরসভার ইঞ্জিনিয়ারদের বলা হবে ব্যবস্থা নিতে। এর আগে তার যাতে বাইরে বেরিয়ে না আসে তার জন্য ওই জায়গা সেলোটেপ দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল। সেই একই ব্যবস্থা নেওয়া হবে না কি নতুন ঢাকনা লাগানো হবে। সেটা ভেবে দেখা হবে। 


মেয়র (Mayor) ফিরহাদ হাকিম বলেন, 'সব বাতিস্তম্ভ আবার চেক করে রিপোর্ট দিতে বলেছি। বেশ কিছু অপরাধী বাতিস্তম্ভের ঢাকনা ভেঙে দেয়। এলাকার বাসিন্দাদের তাতে বাধা দিতে হবে।'


যদিও গোটা ঘটনায় কটাক্ষ করেছে পদ্মশিবির। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, 'গতবছর খড়দা, দমদম মিলিয়ে চার পাঁচজনের মৃত্যু হয়েছিল। ত্রিফলায় কী সৌন্দর্য হয়েছে। এখন জঞ্জালে পরিণত হয়েছে।'


হাওড়া পুর এলাকাতেও একই ছবি। বেরিয়ে রয়েছে তার। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ভয়ে কাঁটা হয়ে রয়েছেন সাধারণ মানুষ। 


আরও পড়ুন:  "যতক্ষণ না কাউন্সেলিং হচ্ছে, আমাদের লাশ যাবে, আবার থানা থেকে ঘুরে আসব", এসএলএসটি চাকরিপ্রার্থীদের অবস্থান ঘিরে ধুন্ধুমার