কলকাতা: এসএসসি-নিয়োগে দুর্নীতির তদন্তে দিকে দিকে অভিযানে সিবিআই। হাইকোর্টের বার্তার পরেই পদক্ষেপ। বৃহস্পতিবার মধ্য শিক্ষা পর্ষদের (wbbse) সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে  বাড়ি থেকে ডেকে আনা হল সিবিআইয়ের তরফে। পর্ষদ অফিসে এনে সিবিআই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে (Kalyanmoy Gangopadhyay) জিজ্ঞাসাবাদ করছে বলে সূত্রের খবর। 


সূত্রে খবর, বারবার তলব করা হলেও পর্ষদের অফিসে আসছিলেন না কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এদিকে পর্ষদের অফিসে এসে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কাদাপাড়ার আবাসনে যান তাঁরা। সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন সিবিআই আধিকারিকরা। পরে তাঁকে নিয়ে আসা হয় মধ্যশিক্ষা পর্ষদের অফিসে। সেখানেই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  


কী তথ্যের খোঁজে সিবিআই:
ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। এদিন সকাল থেকেই একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান চলেছে। এদিনই উপদেষ্টা কমিটির শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে দীর্ঘক্ষণ জেরা করে সিবিআই। সূত্রের খবর, একাধিকবার কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে ফোন করে পর্ষদের অফিসে আসতে বলে সিবিআই। কিন্তু সেই কথা শোনেননি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সেই কারণেই তাঁর বাড়িতে চলে যায় সিবিআই। সূত্রের খবর, অফিসে একাধিক কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখান থেকে যে তথ্য পাওয়া গিয়েছে। সেই তথ্যের সঙ্গে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বয়ান মিলিয়ে দেখতে চায় সিবিআই (CBI)। সেই কারণে কর্মীদের জেরা করে পাওয়া তথ্য এবং নথির উপর ভিত্তি করে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কাছে একাধিক প্রশ্নের উত্তর জানতে চায় সিবিআই। সেই কারণেই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মামলার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের অফিসে থাকতে পারে। সেই কারণেই তাঁর অফিসে তল্লাশি চালানো হচ্ছে বলে সূত্রের খবর।     


এসএলএসটি চাকরিপ্রার্থীদের অবস্থান তোলা নিয়ে ধুন্ধুমার:
শহিদ মিনারে এসএলএসটি চাকরিপ্রার্থীদের অবস্থান তুলতে যাওয়া নিয়ে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিপ্রার্থীদের। অবস্থান তুলতে বিকেল ৫টা পর্যন্ত সময় দিয়েছিল পুলিশ। কিন্তু তারপরেও অবস্থান না ওঠায় জোর করে, চুলের মুঠি ধরে চাকরিপ্রার্থীদের তুলে দিল পুলিশ। নিয়ে যাওয়া হল লালবাজার সেন্ট্রাল লক আপে।

আরও পড়ুন: কালীঘাটে ৩০০ কোটি টাকা স্কাইওয়াক বানানো হচ্ছে, বাংলা কারও কাছে ভিক্ষা চায় না: মমতা