কলকাতা : মেট্রোর ৩টি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করতে আজই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে, বঙ্গসফরের আগেই, এক্স হ্যান্ডেলে ফের প্রধানমন্ত্রীকে কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

এক্স হ্যান্ডেলে, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু ছবি পোস্ট করে তিনি লেখেন, 'এতকাল দেরি করে এখন ভোটের মুখে নিজেদের প্রচার করতে আসছেন প্রধানমন্ত্রী। বাংলার মানুষ জানেন, আসল কাজ মমতাদির করা।'

আরও পড়ুন, নিউ গড়িয়ায় অভিজাত আবাসনে বৃদ্ধার হাত-পা বাঁধা দেহ উদ্ধার ! থানা থেকে ৫০০ মিটার দূরেই 'খুন' ?

মেট্রোর তিন সম্প্রসারিত লাইনের উদ্বোধন, সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি, দমদম সেন্ট্রাল জেলের মাঠে সভা করবেন নরেন্দ্র মোদি।শুক্রবার বিকেল ৪টেয় কলকাতায় নামবে প্রধানমন্ত্রীর বিমান।সেখান থেকে সড়কপথে যশোর রোড মেট্রো স্টেশনে পৌঁছে তিন সম্প্রসারিত লাইনের সূচনা করবেন প্রধানমন্ত্রী।এরপর যশোর রোড স্টেশন থেকে মেট্রোয় চড়ে দমদম বিমানবন্দর স্টেশনে যাবেন। ওই মেট্রো করেই ফিরে আসবেন যশোর রোড স্টেশনে। প্রধানমন্ত্রীর পরের গন্তব্য দমদম সেন্ট্রাল জেলের মাঠ।

সড়কপথে বিকেল পৌনে ৫টায় দমদমে এসে জোড়া কর্মসূচিতে যোগ দেবেন তিনি। প্রথমে প্রশাসনিক সভা, যেখানে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।এরপর মাঠের আরেক অংশে, বঙ্গ বিজেপি আয়োজিত বিজয় সংকল্প সভায় বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদি।যশোর রোড স্টেশন থেকে দমদম সেন্ট্রাল জেলের মাঠ পর্যন্ত নরেন্দ্র মোদির যাত্রাপথকে রোড শোয়ের চেহারা দেওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপির।

নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড হয়ে সোজা পৌঁছে যাওয়া যাবে দমদম বিমানবন্দরে। এর ফলে, দিল্লি, মুম্বইয়ের মতো মেট্রো পথে যুক্ত হবে কলকাতার বিমানবন্দরও!এখন যেহেতু একাধিকরুটে মেট্রো চলে, তাই নোয়াপাড়া-দমদম বিমানবন্দর মেট্রো পথে যুক্ত হলে সুবিধা হবে যাত্রীদের।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)