শিবাশিস মৌলিক, কলকাতা : '২৪-এর ডিসেম্বরেই বিমানবন্দর (Airport) পর্যন্ত চালু হয়ে যাবে মেট্রো পরিষেবা (Metro Service)। নোয়াপাড়া থেকে মেট্রো ছুটবে বিমানবন্দর পর্যন্ত। ২০২৫-এ কবি সুভাষ (Kavi Subhash) থেকে সরাসরি মেট্রোয় চেপে চলে যাওয়া যাবে এয়ারপোর্টে। এমনই লক্ষ্যমাত্রার কথা জানাল রেল (Rail)।
২০২৫-এর আগেই কি চালু হয়ে যাবে নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো চলাচল (Noapara-Airport Metro Service) ? ওই বছরের শেষেই কবি সুভাষ থেকে সরাসরি মেট্রো করে পৌঁছে যাওয়া যাবে এয়ারপোর্টে ? অনেকটা সেইরকমই লক্ষ্যমাত্রা নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো সূত্রে খবর, বর্তমানে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো রেল চালানোর পরিকাঠামো প্রস্তুত। এই অবস্থায় প্রশ্ন উঠছিল, তাহলে সেই পরিষেবা কেন চালু করা হচ্ছে না? মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এ ব্যাপারে তারা ধাপে ধাপে এগোতে চাইছে।
২০২৩-এর ডিসেম্বরের মধ্যে, নিউ গড়িয়া (New Garia) থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ধাপে ধাপে সেক্টর ফাইভ, সিটি সেন্টার টু হয়ে ২০২৫-এর ডিসেম্বরের মধ্যে মেট্রো পৌঁছে যাবে বিমানবন্দরে। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি বলেছেন, 'সময়ের মধ্যে কাজ শেষের বিষয়ে আশাবাদী, তবে আরও ৬ মাস লাগতে পারে'।
তবে পুরো প্রক্রিয়া কয়েকটি ধাপে ভাগ করা হয়েছে। মেট্রো রেল (Metro Railways) সূত্রে দাবি, ২০২৪-এর জুন মাসের মধ্যে কবি সুভাষ থেকে সেক্টর ফাইভ (Sector Five) পর্যন্ত মেট্রো চলাচল শুরু হবে। ওই বছরের শেষ দিকে তা পৌঁছে যাবে সিটি সেন্টার টু-তে। আর পরের বছরের ডিসেম্বরের মধ্যে কবি সুভাষ থেকে সরাসরি বিমানবন্দরে পৌঁছে যাবে মেট্রো।
তবে বেশকিছু জায়গায় এখনও জমি জট রয়েছে। এ নিয়ে অবশ্য রাজ্য সরকারের (West Bengal Government) তরফে সহযোগিতা মিলছে বলেই দাবি মেট্রো কর্তৃপক্ষের। কত তাড়াতাড়ি নতুন রুটে পুরোদস্তুর মেট্রো পরিষেবা শুরু হয়, তারই অপেক্ষায় যাত্রীরা।
আরও পড়ুন- দুর্গাপুজোর বিসর্জন করা যাবে কোন দিনগুলোতে, কবে কার্নিভাল, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন