অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : কলকাতা মেট্রো (Kolkata Metro) লাইনে ফের ঝাঁপ। কালীঘাট মেট্রো স্টেশনে (Kalighat Metro Station) ঝাঁপ দেন একজন। যার জেরে অফিস টাইমে ব্যাহত হয় পরিষেবা। কালীঘাট স্টেশনে পঞ্চাশোর্ধ এক ব্যক্তি ঝাঁপ দেওয়ায় মাঝে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করেছে।


মেট্রো সূত্রে খবর, সকাল ১০ টা ২০ নাগাদ মেট্রোয় ঝাঁপ দেন এক ব্যক্তি। বয়স আনুমানিক পঞ্চাশের ওপরে। যদিও তাঁর পরিচয় এখনও জানা যায়নি। মাঝে মেট্রো পরিষেবা ঘণ্টাখানেকের জন্য ব্যাহত হলেও বেলা ১১ টা ২০ মিনিট থেকে আপ ও ডাউন, মেট্রোর দুই লাইনেই পরিষেবা ফের স্বাভাবিক হয়।


অফিস টাইমের ব্যস্ত সময়ে এই ঘটনার জেরে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। মেট্রো পরিষবা ব্যাহত হওয়ার জের পড়ে রাস্তাতেও। বাস-ট্রামে যে সময় দেখা যায় বাদুড়ঝোলা ভিড়।                                           


আরও পড়ুন- বজ্রপাত-দমকা ঝোড়ো হাওয়ার আশঙ্কা, রাজ্যজুড়ে আজ বৃষ্টির পূর্বাভাস


গত বছরের জুলাই মাসে জোড়া দুর্ঘটনা ঘটেছিল। যার একটি ছিল কালীঘাট মেট্রো স্টেশনেই (Kalighat Metro)। সেবার লাইনে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা করেছিলেন। সকাল সাড়ে ১০টা নাগাদ কবি সুভাষগামী মেট্রোর লাইনে ঝাঁপ দিয়েছিলেন ওই ব্যক্তি। আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ভর্তি করা হয়েছিল হাসপাতালে (Hospital)। কিন্তু শেষ রক্ষা হয়নি। পরে হাসপাতালে (Hospital) তাঁর মৃত্যু হয়েছিল। সেবারও সকালের ব্যস্ত সময়ে ওই লাইনে অনেকটা সময় বন্ধ ছিল মেট্রো পরিষেবা (Kolkata Metro Service)। যার জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছিলেন অফিস যাত্রীরা।


গত বছরের জুলাই মাসে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। তার জেরে বন্ধ ছিল নিউ গড়িয়াগামী মেট্রো চলাচল। সেবার সাড়ে ১২টা থেকে বন্ধ ছিল নিউ গড়িয়াগামী মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী একটি মেট্রো হঠাৎই ব্রেক কষেছিল। এর পর বন্ধ হয়ে গিয়েছিল পরিষেবা। সূত্রের খবর, যিনি ঝাঁপ দিয়েছিলেন তাকে এখনও চিহ্নিত করা যায়নি।                           


আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি