সঞ্চয়ন মিত্র, কলকাতা : গরমের হলকা থামিয়ে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস। রাজ্যজুড়েই। তবে আশঙ্কা, সঙ্গী হবে বজ্রপাত ও দমকা ঝোড়ো হাওয়া। জামাইষষ্ঠীর দিনে আজ রাজ্য জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি (Rain Forecast) । দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা (Thunderstorm)। যদিও সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গের (South Bengal Weather Forecast) জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। আজ সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে জেলাগুলিতে। আজকের মতোই  শুক্র ও শনিবারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

এদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা (North Bengal Rain Forecast)। পাশাপাশি শুধু আজই নয়, আগামী শনিবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টির পরিস্থিতি।উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ও কাল বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং সহ পার্বত্য এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ জুড়েই ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস।

কলকাতার আবহাওয়া

কলকাতায় (Kolkata Weather Update) আংশিক মেঘলা আকাশ। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস কম।

আরও পড়ুন- ছেলের সঙ্গে একইসঙ্গে উচ্চমাধ্যমিক, বেশি নম্বর পেয়ে মন খারাপ মায়ের

কলকাতায় আগামী কয়েকদিন কেমন তাপমাত্রা থাকবে, তা জানাচ্ছে আবহাওয়া দফতর।                                                         

Weather Forecast
Date Min Temp Max Temp Weather
         
25-May 26.0 36.0
Thunderstorm with rain
26-May 26.0 37.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
27-May 26.0 36.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
28-May 27.0 35.0
Partly cloudy sky
29-May 28.0 36.0
Mainly Clear sky
30-May 29.0 38.0
Mainly Clear sky

 

আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি