অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: রক্ষণাবেক্ষণের কাজের জন্য টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া রুটে মেট্রোর সময় বদল করা হল (Kolkata Metro)। টালিগঞ্জ-নিউ গড়িয়া পর্যন্ত শনি-রবিবার মেট্রোর সময়সূচিতে পরিবর্তন। আপাতত ৮ জুন পর্যন্ত প্রতি শনি, রবিবার সকাল ১০টায় শুরু হবে পরিষেবা। শুধুমাত্র টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রোর সময় বদল করার সিদ্ধান্ত নেওয়া হল (Metro Services)। 


চলতি সপ্তাহের শনিবার থেকে ৮ জুন পর্যন্ত রদবদল


কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহের শনিবার থেকে নিউ গড়িয়া-টালিগঞ্জ রুটে ৮ জুন পর্যন্ত সকাল ১০টায় শুরু হবে মেট্রোর পরিষেবা। এমনিতে শনিবার সকাল ৬টা বেজে ৫০ মিনিটে এবং রবিবার সকাল ৯টা থেকে শুরু হয় মেট্রো পরিষেবা। আগামী একমাসের জন্য প্রতি শনি-রবিবার সকাল ১০টায় টালিগঞ্জ-নিউ গড়িয়ায় মিলবে মেট্রো পরিষেবা (Metro Schedule)। 


একদিকে, মেট্রোর ট্র্যাক রক্ষণাবেক্ষণ, অন্য দিকে, মেগা পাওয়ার ব্লক, যার জেরে চলতি সপ্তাহের শেষ থেকে এক মাসেরও বেশি সময় ধরে বিঘ্নিত হবে শনি ও রবির মেট্রো পরিষেবা। মেট্রোর সময়সূচি না জেনে বাড়ি থেকে বেরোলে ভুগলে হবে পাতালপথে। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী এক মাসেরও বেশি সময় ধরে শনি এবং রবিবার সকালে টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে না। মেট্রোর ট্র্যাক রক্ষণাবেক্ষণ ও মেগা পাওয়ার ব্লকের জন্য সকালে কয়েক ঘণ্টা পরিষেবা বন্ধ রাখা হবে।


আরও পড়ুন: Anubrata Mondal: ‘বিবেক বলে কিছু আছে?’ মেয়ের গ্রেফতারিতে ফুঁসে উঠলেন অনুব্রত, পেলেন সাক্ষাতের অনুমতি


মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শনিবার থেকে শুরু হবে মেগা পাওয়ার ব্লক। চলবে ৭, ১৩, ১৪, ২০, ২১, ২৭ ও ২৮ মে। একই রকম ভাবে পরিষেবা বন্ধ থাকবে জুন মাসের ৩, ৪ ৬ ও ১১ তারিখ সকালে। 


আগামী ৬, ১৩, ২০, ২৭ মে এবং ৩ জুন— এই ৫ শনিবার সকাল ৬টা ৫০ থেকে সকাল ১০টা পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত স্বাভাবিক মেট্রো চলবে। কিন্তু ওই সময় টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চলবে না। সকাল ১০টার পর থেকে আবার দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত স্বাভাবিক মেট্রো পরিষেবা মিলবে।


কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "শুধু মাত্র শনি এবং রবিবার মেট্রো পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে। সপ্তাহের বাকি দিন গুলিতে স্বাভাবিক নিয়মেই মেট্রো চলবে।"


একাধিক রদবদল মেট্রোর সময়সূচিতে


বিজ্ঞপ্তিতে মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, আগামী ৭, ১৪, ২১ মে এবং ৪ জুন— এই চার রবিবার সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলবে।কিন্তু টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত ওই সময় মেট্রো চলবে না। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া মেট্রো স্বাভাবিক নিয়মে চলবে সকাল ১০টার পর।অন্য দিকে, ২৮ মে এবং ১১ জুন সকাল ৯টার বদলে সকাল ১০টা থেকে শুরু হবে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়ার মধ্যে মেট্রো পরিষেবা।