জয়ন্ত পাল, কলকাতা: জঙ্গি যোগসূত্র মিলতেই বেঙ্গল এসটিএফ-এর (Bengal STF) হাতে গ্রেফতার চার বাংলাদেশিকে নিজেদের হেফাজতে নিল। দীর্ঘদিন ধরে এই চার যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন রাজ্য এসটিএফ। অবশেষে তথ্যের ভিত্তিতেই ৪ বাংলাদেশিকে গ্রেফতার (Arrested) করা হয়। 


গ্রেফতার ৪ বাংলাদেশি


তথ্যপ্রযুক্তি নগরীর গোদরেজ ওয়াটার সাইটের সামনে থেকে চার বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়েছে। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু ভারতের সচিত্র পরিচয় পত্র ও নথি। সূত্র মারফত খবর বিভিন্ন বাংলাদেশি নাগরিকদের চোরা পথে অবৈধভাবে ভারতে প্রবেশের সক্রিয়ভাবে সহযোগিতা করত। শুধু তাই নয় ভারতীয় পরিচয় পত্র অবৈধভাবে তৈরি করে দেওয়া হত। জঙ্গি যোগ রয়েছে প্রত্যক্ষ সূত্র মিলতেই বেঙ্গল এসটিএফ নিজেদের হেফাজতে নিয়ে গেল চার বাংলাদেশিকে।


জলঙ্গিতে গতমাসেই গ্রেফতার হয়েছিল ৮ বাংলাদেশি


গত মাসে জলঙ্গিতে (Jalangi) ভারত বাংলাদেশ সীমান্ত (Border Area) এলাকায় অনুপ্রবেশের অভিযোগে ৮ বাংলাদেশি গ্রেফতার করা হয়েছিল। বিএসএফ (BSF) সূত্রে খবর, প্রতি বছর জলঙ্গির ফরাজিপাড়া এলাকায় চলে ধর্মীয় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দেন ভারত ও বাংলাদেশ দুই দেশেরই মানুষ। জানা যায়, গত বছর ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে ভারতে প্রবেশ করে ওই ৮ বাংলাদেশি যুবক। এরপর তারা কেরলে কাজে যোগদেন। সেখানে কাজ করে ফেরার পর তারা ফের অনুষ্ঠানে যোগ দিতে যায় এবং বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাঁদের আটক করে বিএসএফ। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।  ধৃত ৮ জন অনুপ্রবেশকারীকে বহরমপুরে জেলা আদালতে পাঠায় পুলিশ। কী কারণে তারা এত দিন ধরে এদেশে ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।


আরও পড়ুন, 'টাকার বদলে প্রার্থী' ! অভিষেকের সভার আগেই বিস্ফোরক অভিযোগ


 অনুপ্রবেশের অভিযোগে একাধিক বাংলাদেশি গ্রেফতার হয় হাওড়াতেও


প্রসঙ্গত, গতবছর জুন মাসে হাওড়া (Howrah) শহরের বুক থেকে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হয়।  ডোমজুড় থানার পুলিশ মৌখালী শেখপাড়া থেকে রিপন হাওলাদার ওরফে রঞ্জিত মন্ডল নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা শুরু করে পুলিশ।  ডোমজুড়ের বাঁকড়া নয়াবাজ এলাকা থেকে গ্রেফতার করা হয় মহম্মদ সুমন এবং মহম্মদ মুনিরকে। গতকাল ধৃতদের হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।