ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: শুল্ক ফাঁকি দিয়ে সিঙ্গাপুর (Singapore) থেকে সোনা নিয়ে আসার অভিযোগ।কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) শুল্ক দফতরের হাতে গ্রেফতার এক স্বর্ণ ব্যবসায়ী। উদ্ধার প্রায় ৬০ লক্ষ টাকার সোনা। (Customs) কাস্টমস সূত্রে খবর, রবিবার সিঙ্গাপুর থেকে কলকাতায় পৌঁছন ওই স্বর্ণ ব্যবসায়ী। তাঁর কাছ থেকে মেলে ২৭টি সোনার কয়েন ও ৩টি সোনার বাট। যার বাজারমূল্য ৫৬ লক্ষ ৭৮ হাজার ৬৯৪ টাকা। সূত্রের খবর, সিঙ্গাপুরে সোনার কয়েনের মেলা থেকে কেনা হয়েছিল কয়েন ও সোনার বার। কী উদ্দেশ্যে কলকাতায় আনা হয়েছিল, খতিয়ে দেখা হচ্ছে।
সম্প্রতি কলকাতা বিমানবন্দরে উদ্ধার হয় ৯ কোটি টাকার বিদেশি মুদ্রা। জানা গিয়েছে, বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৯ কোটি টাকার বিদেশি মুদ্রা উদ্ধার করেছে কাস্টমস।এত বিদেশি মুদ্রা দেখে চক্ষু চড়কগাছ নিরাপত্তারক্ষীদের। জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দর থেকে দুবাইগামী বিমান ধরার কথা ছিল ওই ব্যক্তির। সম্প্রতিকালে কলকাতা বিমানবন্দর থেকে এত পরিমাণ বিদেশী মুদ্রা উদ্ধার প্রায় নজিরবিহীন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। চেকিং করার সময় গৌতম রবিশংকর নামক ওই ব্যক্তির ব্যাগে ৪১ টি খামের সন্ধান মেলে। সন্দেহ হওয়ায় বিমানবন্দরে নিযুক্ত নিরাপত্তা রক্ষীরা তাঁর ব্যাগ খুলে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। পরীক্ষা করার সময় খাম গুলি খুললে দেখা যায় খামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা। এত বিদেশি মুদ্রা দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় নিরাপত্তারক্ষীদের। তৎক্ষণাৎ ঐ ব্যক্তিকে তুলে দেওয়া হয় শুল্ক দফতরের হাতে। শুল্ক দফতরের আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে এতো বিদেশি টাকা তার কাছে এল কী করে।
রাজ্যের এই বিমানবন্দরে সদাই কড়া নজর রাখে নিরাপত্তারক্ষী থেকে শুরু করে শুল্ক দফতরের আধিকারিকরা। কোভিড নিয়ে কম কড়াকড়ি নয়। তবে দাঁতের ফাঁকে হিরে, পেনের রিফিলে-প্যান্টের বেল্টে হিরে পাচার তো আকচার লেগে আছেই। সেই সঙ্গে কোটি কোটি টাকার মাদক পাচার থেকে শুরু করে সোনার বাট কিছুই যায় না বাদ। স্বাভাবিকভাবেই নজর রাখতে হয় বইকি। এমন কি তেজক্রিয় মৌল নিয়েও কম ঝক্কি পোয়াতে হয়। একেবারে এই কলকাতা বিমানবন্দর থেকেই একবার উদ্ধার হয়েছে ক্যালিফোর্নিয়াম। উদ্ধার হওয়ার সেই ক্যালিফোর্নিয়ামের বাজারদর ছিল ৪ হাজার কোটির টাকার উপরে। দামী তো বটেই, তার থেকেও বড় কথা জনসমক্ষে একেবারে তেজক্রিয় মৌল ! তাই সদাই চোখটা খোলা রাখেন বিমানবন্দরের কর্মীরা। আর এবার ধরা পড়ল শুল্ক ফাঁকি দেওয়া ২৭টি সোনার কয়েন ও ৩টি সোনার বাট।
আরও পড়ুন, সুবীরেশ গ্রেফতার হতেই 'নথি' পোড়ানোর অভিযোগ, ভিডিও শেয়ার সুকান্ত-র
প্রসঙ্গত, এর আগে জুলাই মাসে, একটি বড়সড় পাচার করতে গিয়ে পর্দা ফাঁস হয়। শুল্ক দফতর সূত্রে খবর, কলকাতা বিমানবন্দরে দুবাই ফেরত এক ভারতীয় যাত্রী গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার সময় তাঁকে চ্যালেঞ্জ করেন শুল্ক দফতরের অফিসাররা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি করতেই উদ্ধার হয় ১০ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের বেআইনিভাবে আনা সোনা। একইদিনে আরও একটি ঘটনা ঘটে কলকাতা বিমানবন্দরে। ঢাকা থেকে আসা এক বাংলাদেশি যাত্রীও গ্রিন চ্যানেল দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। তাঁকে তল্লাশি করে উদ্ধার হয়েছে ৪০ লক্ষ ৩২ হাজার টাকা মূল্যের সোনা। দুই ব্যক্তিকেই গ্রেফতার করা হয়। তবে গত কয়েক মাসে কলকাতায় বিমানবন্দর বা বিভিন্ন দোকানে শুল্ক দফতরের তল্লাশিতে একাধিক বেআইনি দ্রব্য উদ্ধার হয়েছে ।