কলকাতাঃ রাষ্ট্রপতি নির্বাচনে (President Election 2022) বিধানসভায় গিয়ে ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিন দুপুর  ২ টো নাগাদ বিধানসভায় পৌঁছেগিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও ভোট দিতে আসেন ৩ টের পর। ৩ টা ৩৩ মিনিট নাগাদ ভোট দেন তিনি। তবে ভোট দেওয়ার পর আর থাকেননি, ৪ টে বাজার আগেই বিধানসভা ছেড়ে মুখ্যমন্ত্রী বেরিয়ে যান। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।


আরও পড়ুন,ধনকড়ের ইস্তফায় আপাতত বাংলার দায়িত্বে মণিপুরের রাজ্যপাল, স্বাগত জানালেন শুভেন্দু


প্রসঙ্গত, আজ রাষ্ট্রপতি নির্বাচন। এডিএ- প্রার্থী দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu ) সঙ্গে ভোটযুদ্ধে রয়েছেন বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা (Yashwant Sinha)। যদিও রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিরোধী শিবিরে স্পষ্ট ফাটল প্রকাশ্যে এসেছে। সম্প্রতি রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম জানতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন,' বিজেপি আগে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম জানায়নি আমাদের।  দ্রৌপদী মুর্মুর নাম জানলে ভেবে দেখতাম। উনি পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি। তাই জয়ের সম্ভাবনা বেশি।' তবে কি দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি হওয়া কি নিছকই সময়ের অপেক্ষা, যশবন্ত সিনহার  লড়াই কি নেহাতই প্রতীকি, প্রশ্নের ভিড় এবারের রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে সারা দেশে।এডিএ-র রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বিজেপি ঘোষণা করে ওড়িশা বিজেপির আদিবাসী মুখ এবং প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর নাম। আর এই একটা নামই বিরোধী শিবিরে ফাটল ধরিয়ে দিয়েছে। ২১ তারিখ ফল ঘোষণা।


অপরদিকে, অঙ্ক বলছে, ভোট-মূল্যের বিচারে নিজেদের জয় নিশ্চিত করে ফেলেছে গেরুয়া শিবির।  এনডিএ শিবিরের না হলেও শিবসেনা বিজু জনতা দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বহুজন সমাজ পার্টি শিরোমণি অকালি দল ওয়াইএসআর (YSR) কংগ্রেসের মতো দলগুলি জানিয়ে দিয়েছে তারা দ্রৌপদী মুর্মুকেই সমর্থন করছে। গোটা দেশের সমস্ত নির্বাচিত বিধায়ক এবং নির্বাচিত সংসদদের মোট ভোটের পরিমাণ ১০ লক্ষ ৯৮ হাজার ৯০৩। জয়ী প্রার্থীকে পেতে হবে ন্যূনতম ৫ লক্ষ ৪৯ হাজার ৪৫২ ভোট। অঙ্কের হিসাবে অত্যন্ত সহজেই এই লক্ষ্যমাত্রা পেরিয়ে যাবেন এনডিএ পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে।