কলকাতা: প্রদেশ কংগ্রেস দফতরে হামলা, প্রতিবাদে মিছিল কংগ্রেসের। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে মৌলালি পর্যন্ত মিছিল। মৌলালি মোড়ে অবরোধ কর্মসূচি প্রদেশ কংগ্রেসের।
আরও পড়ুন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য, TMC সাংসদ মহুয়া মৈত্রর নামে থানায় অভিযোগ দায়ের !
প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, প্রদেশ কংগ্রেস দফতর বিধানভবনেও ভাঙচুর। সকাল সাড়ে ১১ নাগাদ গন্ডগোলের সূচনা। বিধানভবনের ভিতরে ঢুকে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গের পোস্টার-ব্যানার ছেঁড়া হয়েছে বলে অভিযোগ। কংগ্রেস নেতাদের ছবিতে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগ উঠেছে বিজেপি নেতার রাকেশ সিংয়ের বিরুদ্ধে।
প্রদেশ কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ বিজেপি নেতা রাকেশ সিং সোশাল মিডিয়ায় লাইভ করতে করতে বিধান ভবনে ঢুকে হামলা চালান। সঙ্গে ছিলেন প্রায় জনা তিরিশেক অনুগামী। কংগ্রেস সূত্রে দাবি, বিধানভবনে তখন হাতে গোনা কয়েকজন কর্মী সমর্থক ছিলেন। মূল গেট ছিল খোলা। কংগ্রেসের অভিযোগ, রাকেশ সিং সদলবলে ভিতরে ঢুকে প্রথমে তাঁদের নেতানেত্রীদের ছবিতে তাণ্ডব চালান। এরপর বিধানভবনের মেন গেটের বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। সেই সময় বিধান ভবনের ভিতরে থাকা কংগ্রেস কর্মীরা মেন গেট বন্ধ করে দিতে গেলে, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা এন্টালি থানার সামনে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, বিধানভবন থেকে মাত্রা ১০০ মিটার দূরে এন্টালি থানা। অথচ পুলিশ এসেছে খবর পাওয়ার প্রায় ৪৫ মিনিট পর।
কংগ্রেস সমর্থক বলেন, ১০০ মিটার দূরে থানা। পুলিশ এসেছে ৪৫ মিনিট পর। রাকেশ সিংকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারির দাবিতে বিকেলে মৌলালি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন,রাহুল গান্ধীকে ভয় পেয়ে লুকিয়ে চোরের মতো এসে হামলা। রাহুল গান্ধীকে ভয় পেয়েছে। হরিয়ানা, মহারাষ্ট্রে ভোট চুরি করে জিতেছে, রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছেন। বর্বর দল একটা।রাকেশ সিংয়ের বিরুদ্ধে এন্টালি থানায় অভিযোগ দায়ের করেছে কংগ্রেস।
রাজ্যের স্বরাষ্ট্র সচিবের কাছে সময় চেয়ে তাঁকে চিঠি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, কংগ্রেস এবং আরজেডি-র মঞ্চ থেকে যে ধৎনের মন্তব্য করা হয়েছে, এই ধরনের মন্তব্য রাজনীতিতে, ভারতবর্ষের ইতিহাসে কোনও প্রধানমন্ত্রীর মাকে নিয়ে এবং প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের শব্দবন্ধ কেউ ব্যবহার করেছে বলে আমার জানা নেই। ইন্ডি জোটের এই সবাই মিলে দেশের পিন্ডি চটকাচ্ছে। দেশের রাজনৈতিক সভ্যতা-সংস্কৃতির পিণ্ডি চটকাচ্ছে।
প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, কংগ্রেস মোকাবিলা করবে। চিন্তার কোনও কারণ নেই। রাহুল গান্ধী কাউকে গাল দিয়েছে? কাউকে কিছু বলেছে? খালি বিকৃত করা হচ্ছে এগুলো।'ঘটনার প্রতিবাদে শনিবার দুপুর আড়াইটার সময় বিধান ভবন থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মহামমিছিলের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস।