কলকাতা: খাস কলকাতার বুকে খোদ মেয়র ফিরহাদ হাকিমের বাড়ির অদূরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল। চেতলার ১৭ নম্বর বাসস্ট্যান্ডে  এক ব্যক্তিকে  শাবল ঢুকিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই জনকে। চেতলায় খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। 

Continues below advertisement

আরও পড়ুন, নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে ! মাইকে সতর্কতা জারি, চালু করা হল কন্ট্রোলরুম, সম্ভাব্য দুর্যোগের আগে প্রস্তুত প্রশাসন

Continues below advertisement

খাস কলকাতায় নৃশংস খুনে ঘটনাস্থলে পুলিশ কমিশনার, 'প্রদীপের নীচেই অন্ধকার', নিশানা সুকান্তর

এই ঘটনায় পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, দুই জনকে আমরা গ্রেফতার করেছি। তিন জন সঙ্গেই ছিল (মৃত্যুর আগে ওই ব্যক্তি-সহ ৩)। আরও প্রমাণ রয়েছে। তা নিয়ে এই মুহূর্তে বলছি না। কিন্তু এভিডেন্স থেকে এটা পরিষ্কার আছে, যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের সরাসরি যোগ রয়েছে।' অপরদিকে, বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেছেন, 'ছোটবেলায় পড়তাম, প্রদীপের তলায় অন্ধকার। বাস্তবে সেটাই দেখা যাচ্ছে, মেয়র যে ওয়ার্ডে থাকেন, যে ওয়ার্ড থেকে তিনি নির্বাচিত হন,  সেই ওয়ার্ডে, আমাদের মহানাগরিকের ওয়ার্ড, সেখানে যদি এই অবস্থা হয়, তাহলে রেস্ট অব দ্য কলকাতাতে কী অবস্থা চলছে, তাহলে তো সহজেই অনুমেয়। যারা খুন হয়েছেন, এবং খুন করেছে, কোনও না কোনও তৃণমূল যোগ খুঁজে পাবেন।'

খোদ মেয়র ফিরহাদ হাকিমের বাড়ির অদূরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ

খাস কলকাতার বুকে খোদ মেয়র ফিরহাদ হাকিমের বাড়ির অদূরে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ চেতলায় ১৭ নম্বর বাসস্ট্যান্ডের কাছে মদের আসরে যোগ দিয়েছিলেন ৪২ বছর বয়সি অশোক পাসওয়ান। সেখানেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। বচসার জেরে কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডে অশোক পাসওয়ানের গলায় শাবল ঢুকিয়ে খুনের অভিযোগ উঠল।চেতলার প্রত্যক্ষদর্শী ও বাসিন্দা বলেন, ৪ থেকে ৫ জন ছিল, মদ খাচ্ছিল, বাসের পিছনে, পুরনো আক্রোশ থাকতে পারে, গলায় শাবল ঢুকিয়ে দিয়েছে। মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, পুলিশ হাসপাতালে নিয়ে গেছে কিন্তু বাঁচাতে পারল না। এই ৮২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজ্যের মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম। সেখানে একাধিক জায়গায় কোনও সিসি ক্যামেরা নেই। এই রকম নৃশংস খুনের পরে একের চাঞ্চল্যকর অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।