কলকাতা: শিল্পে বিনিয়োগ থেকে শিল্পকর্ম, পশ্চিমবঙ্গকে নিয়ে বড় ভাবনা জিন্দল গ্রুপের। কলকাতায় পা রেখে সেকথা জানালেন জিন্দল গ্রুপের কর্ণধার সজ্জন জিন্দল। এদিন তিনি ঘুরে দেখলেন সুরুচি সঙ্ঘের প্যান্ডেল। এই প্রথমবার কলকাতার দুর্গাপুজো দেখতে এসেছেন তিনি। মুম্বইয়ের গণপতি উৎসবের থেকেও বাংলার শারদোৎসবকে এগিয়ে রাখলেন সজ্জন জিন্দল। 

Continues below advertisement

আরও পড়ুন, ভারী বৃষ্টির মধ্যেই চলছে প্রতিমা নিরঞ্জন, জোয়ারের সময় অনুযায়ী বিসর্জনের 'শ্রেষ্ঠ সময়' কখন ? পোস্ট কলকাতা পুলিশের

Continues below advertisement