কলকাতা: শিল্পে বিনিয়োগ থেকে শিল্পকর্ম, পশ্চিমবঙ্গকে নিয়ে বড় ভাবনা জিন্দল গ্রুপের। কলকাতায় পা রেখে সেকথা জানালেন জিন্দল গ্রুপের কর্ণধার সজ্জন জিন্দল। এদিন তিনি ঘুরে দেখলেন সুরুচি সঙ্ঘের প্যান্ডেল। এই প্রথমবার কলকাতার দুর্গাপুজো দেখতে এসেছেন তিনি। মুম্বইয়ের গণপতি উৎসবের থেকেও বাংলার শারদোৎসবকে এগিয়ে রাখলেন সজ্জন জিন্দল।
Kolkata News: শিল্পে বিনিয়োগ থেকে শিল্পকর্ম, পশ্চিমবঙ্গকে নিয়ে 'বড় ভাবনা' জিন্দল গ্রুপের, কলকাতায় এসেই বার্তা কর্ণধারের
ABP Ananda | Ritam Talukder | 02 Oct 2025 05:49 PM (IST)
Jindal Group In Kolkata: সুরুচি সঙ্ঘে জিন্দল গ্রুপের কর্ণধার সজ্জন জিন্দল, কী বার্তা পশ্চিমবঙ্গকে নিয়ে ?
শিল্পে বিনিয়োগ থেকে শিল্পকর্ম, পশ্চিমবঙ্গকে নিয়ে 'বড় ভাবনা' জিন্দল গ্রুপের, কলকাতায় এসেই বার্তা কর্ণধারের