কলকাতা: মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দু। নিয়োগ দুর্নীতি থেকে আবাস দুর্নীতি, কাটমানি-সহ স্বজনপোষণের অভিযোগও উঠেছে শাসকদলের বিরুদ্ধে। এহেন পরিস্থিতিতে,সোমবার নজরুল মঞ্চের সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্যের পর  এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, 'নাটক !..দুর্নীতি, ক্ষোভ ঢাকতে আইওয়াশ।'


'দুর্নীতি, ক্ষোভ ঢাকতে আইওয়াশ'


শুভেন্দু বলেন, দিদিকে বলো চালু করিয়ে বিধানসভায় ভোট নিয়েছে। যারা আবেদন করেছিল, তাঁরা কেউ ঘরও পায়নি। বাধ্যক্যভাতাও পায়নি। অর্থাৎ এগুলি পঞ্চায়েত নির্বাচনে, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে।' তাই এই কথা জনসমক্ষে বলছেন বলে দাবি তাঁর।


'বিরোধী থাকাকালীন ধ্বংসাসাত্মক রাজনীতি করেছেন মমতাই'


এরপরেই শুভেন্দু রাজ্যের বিরুদ্ধে আবাস দুর্নীতি নিয়ে মানুষের ক্ষোভের কথা উল্লেখ করেন। শুভেন্দু আরও বলেন, আমরা বিরোধী থাকাকালীন ধ্বংসাত্মক কিছু করিনি। উনি কিছু করেননি ?! বিরোধী থাকাকালীন ধ্বংসাত্মক রাজনীতি করেছেন মমতাই।


'সিএএ আর নুপুর শর্মা নিয়ে গোটা বাংলা জ্বালিয়েছেন'


শুভেন্দুর আরও দাবি,  সিএএ আর নুপুর শর্মা নিয়ে গোটা বাংলা জ্বালিয়েছেন। সিএএ নিয়ে হাজারদুয়ারির ট্রেন পুড়িয়েছে কে ? সিএএ নিয়ে নবান্নের পাশে ৩৭টি বাস জ্বলেছে, উনি বসে বসে দেখেছেন। উনি এই কাজই করেন। 


নিয়োগ থেকে আবাস, দুর্নীতিতে জেরবার শাসকদল


প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি থেকে আবাস দুর্নীতি, কাটমানি-সহ স্বজনপোষণের অভিযোগও উঠেছে শাসকদলের বিরুদ্ধে। এহেন পরিস্থিতিতে, সম্প্রতি নিষ্ক্রিয়তা-সহ বিভিন্ন ইস্যুতে একাধিক পঞ্চায়েত প্রধানকে সরিয়ে দিয়েছে তৃণমূল।


দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স


দুর্নীতি ও বিপুল বেনামি সম্পত্তি থাকার অভিযোগে, অপসারিত হয়েছেন তমলুকের শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিম আলি। যাঁকে পরে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার অভিষেকের মুখে শোনা গেছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা। সোমবার, তৃণমূলের কর্মী-সভায় একই সুর শোনা গেল তৃণমূল সুপ্রিমোর গলাতেও।


আরও পড়ুন, নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি-র নজরে বাগদার রঞ্জন ও কাঁথির তাপস


'নিজেকে সংশোধন করো'


তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 'আমাকে পোকাটা আগেই নির্মূল করতে হবে। যাতে পোকা না জন্মায়। আর যদি, পোকা জন্মে থাকলে তাকে সতর্ক করতে হবে, সময় দিতে হবে, দিয়ে বলতে হবে, তুমি হয় নিজেকে সংশোধন করো, আর তা না হলে আমাদের অন্যকিছু ভাবতে হবে। আমিও কিন্তু দলের ঊর্ধ্বে নই, আমিও কিন্তু মানুষের ঊর্ধ্বে নই।'