কলকাতা: বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) গলায় পা দেওয়ার হুঙ্কার, পাল্টা হাঁটু ভাঙার দাওয়াই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ-র (Udayan Guha)। ‘যে আমার গলায় পা দিয়ে দাঁড়াতে চায়, তার হাঁটু ভাঙার অধিকার আছে। আমার সহকর্মীর বুকে পা তুলতে চাইলে, হাঁটু ভাঙার অধিকার আছে। খড়গপুরে তৃণমূলকর্মীদের দিলীপের হুঙ্কারে পাল্টা হুমকি তৃণমূল বিধায়কের।  


দিনাহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘যে আমার গলায় পা দিয়ে দাঁড়াতে চায়, তার হাঁটু ভাঙার অধিকার আছে। আমার সহকর্মীর বুকে পা তুলতে চাইলে, হাঁটু ভাঙার অধিকার আছে।  যদি আমরা সেটা না করতে পারি, তাহলে বুঝতে হবে, বিজেপির সঙ্গে আমাদের একটা তলে তলে লাইন আছে। সেই জন্য সবাইকে শক্তি সঞ্চয় করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে।' মূলত গতকাল তৃণমূলের তরফে স্লোগান ওঠে চোর চোর চোরটা, দিলীপ ঘোষ চোরটা। তখনই দিলীপ ঘোষ বলেন,  তোদের বুকে পা দেব রে। তোদের বুকে পা দেব। এরপরেই ফের হাত তুলে তৃণমূল কর্মীদের ডেকে বলেন, এসো চলে এসো, কাটমানির পয়সা শেষ ? কত করে দিয়েছে ? চা খেয়ে যাও, চা খেয়ে যাও। চা আসছে, চা আসছে, এসো এসো।এটা কাটমানির পয়সায় চা নয়, কটাক্ষ করে আহ্বান জানান তিনি।


প্রসঙ্গত, দিলীপ-উদয়নের তোপ দাগাগাগি এই প্রথমবার নয়। কোচবিহারের  দিনহাটায় রাজনৈতিক অশান্তির ঘটনাতেও এর আগে দুজনের উষ্ণ বাক্য বিনিময় হয়।গুলি, বোমাবাজি ও ভাঙচুরের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দিনহাটা। শাসকদলের অভিযোগ, বিজেপি নেতার বাড়ি থেকেই ছোড়া হয়েছিল গুলি-বোমা ছোড়া হয়। এই মর্মে থানায় অভিযোগও জানায় তারা। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে গেরুয়া শিবির। গ্রেফতারের আগে দোষারোপের পালা চলে। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কথায়, উদয়ন গুহ গুন্ডাদের পোষে, এর আগেও ওখানে খুন হয়েছে, এখন বাঁচার জন্য একথা বলেছে। দিনহাটাকাণ্ডে উদয়নকে তোপ দিলীপের। পাল্টা জবাব তৃণমূল বিধায়কের।


আরও পড়ুন, বারাসাতে মানিক ঘনিষ্ঠ তাপসের বাড়িতে এবার ইডি হানা


কোচবিহারের (Coochbehar) তৃণমূল (TMC) কংগ্রেস বিধায়ক ও চেয়ারম্যান উদয়ন গুহের কথায়, আমার বাড়ি এখানে, আমি তো এখানে গুন্ডা পুষি, দিলীপের মাথায় এখন অক্সিজেন কম যাচ্ছে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিনহাটা পুরসভা দখল করেছে তৃণমূল। তবে  গুলি-বোমাকাণ্ডে চাপা উত্তেজনা তৈরি হয় কোচবিহারের মহকুমা শহরে। পুরভোটের মুখে উদয়ন গুহর হুমকি। কোচবিহারের কোতয়ালি থানায় দিনহাটার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিজেপি। যদিও এ ব্যাপারে গুরুত্ব দিতে নারাজ উদয়ন গুহ।