সন্দীপ সরকার, কলকাতা: এনআরএস হাসপাতালের (NRS Hospital) ভিতরেই ঘটল দুর্ঘটনা। হাসপাতাল চত্বরে পড়ে- ছিল তেল এবং মোবিল। তাতে মোটর সাইকেলের চাকা পিছলে পড়ে যান হাসপাতালের এক কর্মী। পিছনে আসা ট্যাক্সি চালকের তৎপরতায় কোনও ক্রমে প্রাণরক্ষা হল তাঁর। কংক্রিট পাম্পের হাইড্রলিক তেলের ট্যাঙ্ক ফেটে তেল-মোবিল ছড়িয়ে বিপত্তি। তাতে আতঙ্ক ছড়ায় রোগীর পরিজনদের মধ্যে (Kolkata News)।
হাসপাতাল চত্বরে পড়ে- ছিল তেল এবং মোবিল
এনআরএস হাসপাতালের ভিতরেই এই ঘটনা ঘটেছে। হাসপাতালের নবনির্মিত ভবনের নির্মাণকার্যের জন্য কংক্রিটের পাম্প বসানো হয়েছে, যার সাহায্যে ঢালাইয়ের সামগ্রী অনেক উচ্চতা পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। সেই যে কংক্রিট পাম্প রয়েছে, তার হাইড্রলিক তেলের ট্যাঙ্ক ফেটেই মঙ্গলবার বিপত্তি বাধে বলে জানা গিয়েছে (NRS Accident)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসপাতালে ওই কংক্রিট পাম্পের যে তেলবাহী ট্যাঙ্ক এবং তার পাইপ, আচমকা তা ফেটে যায়। তাতে গোটা হাসপাতাল চত্বরে তেল এবং মোবিল ছড়িয়ে পড়ে। তাতেই ঘটে যায় দুর্ঘটনা। হাসপাতালেরউ কর্মী দিলীপ নামের এক ব্যক্তি মোটর সাইকেলে চেপে ঢুকছিলেন। চাকা পিছলে মুখ থুবড়ে পড়ে যান তিনি।
আরও পড়ুন: Suvendu Adhikari: মুকুলকে বিরোধী দলনেতা করতে ধনকড়ের মধ্যস্থতা চেয়েছিলেন মমতা! দাবি শুভেন্দুর
দুর্ঘটনার সময়, দিলীপের মোটর সাইকেলের ঠিক পিছনেই ছিল একটি ট্যাক্সি। চালকের তৎপরতায় কোনও রকমে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। হাসপাতালের কর্মী দিলীপ আহত হয়েছেন। জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। ব্যস্ত সময়ে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রোগীর পরিবার-পরিজনদের মধ্যে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় গমগম করছিল হাসপাতাল চত্বর। রোগীর পরিবার-পরিজনরা সব উপস্থিত ছিলেন। অ্যাম্বুল্যান্স, গাড়ি, রোগীদেরও আনাগোনা লেগে ছিল। আচমকা এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন সকলে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল চত্বরে বালি ছড়িয়ে দেওয়া হয়, যাতে তেলে পা পড়ে আর কোনও অঘটন না ঘটে যায়।
হাসপাতালের ভিতরে এই দুর্ঘটনায় ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে
হাসপাতালের ভিতরে এই দুর্ঘটনায় ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে নির্মাণ কার্যের দায়িত্বপ্রাপ্ত ঠিকেদারি সংস্থাকে এ নিয়ে তলব করা হয়েছে। আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। বিকল যন্ত্রটি মেরামতিরও কাজ শুরু হয়েছে।