ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও হিন্দোল দে, কলকাতা : দুষ্কৃতীদের বাগে আনতে এবার ‘ফেস রিকগনিশন’ টেকনোলজির (Face Recognition Technology) ব্যবহার শুরু করল কলকাতা পুলিশ। শহরের বিভিন্ন প্রান্তে বসানো হল ফেসিয়াল রিকগনিশন সিস্টেম যুক্ত CCTV ক্যামেরা। পুলিশের দাবি, শহর জুড়ে এরকম ক্যামেরা থাকলে অপরাধের সংখ্যা অনেকটাই কমবে।


সিসিটিভিতে ধরা পড়লেও সেই ছবি দেখে অনেক সময় দুষ্কৃতীদের চিহ্নিত করতে সমস্যায় পড়তে হয় তদন্তকারীদের। এই পরিস্থিতিতে কলকাতা পুলিশের (Kolkata Police) নতুন হাতিয়ার ফেসিয়াল রিকগনিশন সিস্টেম বা FRS। শহরে বসানো হল ৬৭ টি FRS যুক্ত CCTV ক্যামেরা। শহরের আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে ইতিমধ্যেই শহরে বসানো হয়েছে বিভিন্ন রকম সিসিটিভি ক্যামেরা। যার মধ্যে উল্লেখযোগ্য, ইনফ্রারেড বুলেট ক্যামেরা, স্পিড ডিটেকশন অ্যান্ড নম্বর প্লেট স্ক্যানিং ক্যামেরা। এবার বসানো হল ফেস রিকগনিশন সিসিটিভি ক্যামেরা (CCTV Camera)।


কীভাবে কাজ করবে এই ক্যামেরা ? ক্যামেরাগুলির জন্য নির্দিষ্ট সার্ভারে থাকবে ক্রিমিনাল রেকর্ড সম্বলিত ডেটাবেস (DataBase of Criminal Record)। থাকবে অপরাধীদের ছবি। এই ক্যামেরা শহরের যে কোনও প্রান্তে অভিযুক্ত বা দৃষ্কৃতীর সন্ধান পেলে, সফটওয়্যারের মাধ্যমে সঙ্কেত পাঠাবে। যার ফলে দুষ্কৃতীদের চিহ্নিতকরণ দ্রুত হবে। পুলিশের দাবি, শহর জুড়ে এই ক্যামেরা থাকলে অপরাধের সংখ্যা অনেকটাই কমবে। পাশাপাশি যে সমস্ত অপরাধী পালানোর চেষ্টা করে, সেই অপরাধীদেরও নিমিষে পুলিশের জালে আনা যাবে।                                                                                                                                                                                           


আরও পড়ুন- অনেক সময়ই ব্যথা ভোগাচ্ছে না আক্রান্তকে , বদলে যাচ্ছে ডেঙ্গির উপসর্গ ! কী পরামর্শ চিকিৎসকদের ?