ঝিলম করঞ্জাই, কলকাতা : ডোনার সিটে MBBS’এ ভর্তির টোপ দিয়ে আগরতলার ২ পড়ুয়ার কাছ থেকে ২৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগ। স্বাস্থ্য দফতরের এক আধিকারিককেও প্রতারণার চেষ্টা। কর্তৃপক্ষের তৎপরতায় RG কর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College) পর্দাফাঁস হল বড়সড় প্রতারণা চক্রের (circle busted)। পুলিশের (police) জালে হাসপাতালেরই এক চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষী (contractual security guard)।
কীভাবে প্রতারণার জাল
RG কর মেডিক্যাল কলেজ সূত্রে খবর, MBBS’এ ভর্তির জন্য ডোনার কোটায় ২টি আসন রয়েছে। সেই ২টি আসনেই প্রতারণার ফাঁদ পাতে প্রতারকরা।আগরতলার ২ পড়ুয়ার থেকে নেওয়া হয় ২৫ লক্ষ টাকা। সম্প্রতি ডাক্তারি কোর্সে ভর্তি হওয়ার জন্য ভিনরাজ্যের ওই ২ পড়ুয়া অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করতেই সামনে আসে প্রতারণার বিষয়টি।
কীভাবে পর্দাফাঁস
RG কর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি, অধ্যক্ষের সই জাল ও ই-মেল হ্যাক করেছিল প্রতারকরা। শুধু ওই দুই পড়ুয়াই নন, RG কর মেডিক্যাল কলেজ সূত্রে খবর, স্বাস্থ্য দফতরের এক আধিকারিককেও প্রতারণার চেষ্টা করেছিল প্রতারকরা। তাঁর মেয়ের ভর্তির জন্য এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন ওই আধিকারিক। এজন্য হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে একজনের সঙ্গে কথাও বলেন তিনি। কিন্তু কথাবার্তায় সন্দেহ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন স্বাস্থ্য দফতরের আধিকারিক। এরপরই CCTV ফুটেজ দেখে হাসপাতালের এক চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করে পুলিশ।
প্রতারণা চক্রের পর্দাফাঁস হতেই প্রতিবাদে সরব হয়েছে SUCI-এর ছাত্র সংগঠন AIDSO। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মূল অভিযুক্তকে খোঁজ চলছে।
এদিকে, টসিলিজুমাবকাণ্ডের (Tocilizumab) পর ফের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল (Kolkata Medical College Hospital) থেকে চুরির অভিযোগ (Theft Allegation)। এবার অভিযোগ, ২৬টি দামী ইঞ্জেকশন চুরি হয়ে গেছে। কাকতালীয়ভাবে আগেরবার টসিলিজুমাব ইঞ্জেকশনও ২৬টিই চুরি হয়েছিল। অর্থাৎ বারবার কলকাতা মেডিক্যাল কলেজে যাচ্ছে চুরি হচ্ছে তা ২৬টি! দামী ইঞ্জেকশন চুরির অভিযোগ উঠতেই বউবাজার থানায় অভিযোগ দায়ের করেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
আরও পড়ুন- খবর প্রকাশের পর পাল্টাল পরিস্থিতি, ১৪ দিন পর পূর্বস্থলীর কাদাপাড়া গ্রামে ফির বিদ্যুৎ