পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: বর্ষবরণের রাতে ট্রাফিক কনস্টেবলকে ধাক্কা গাড়ির (New year's Eve)। সায়েন্স সিটির (Science City) কাছে নাকা তল্লাশি চালানোর সময় ধাক্কা। তাতে আহত হলেন ওই ট্রাফিক পুলিশ (Traffic Police Injured)। তাঁর পাঁজরে গুরুতর আঘাত লেগেছে। এই মুহূর্তে অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। যে গাড়ি ধাক্কা মারে ওই ট্রাফিক পুলিশকে, তার চালক এখনও অধরা। খোঁজ চলছে তাঁর (Kolkata News)। 

Continues below advertisement

বর্ষবরণের রাতে ট্রাফিক কনস্টেবলকে ধাক্কা বেপরোয়া গাড়ির

বর্ষবরণের রাতে শহরে যখন উৎসবের আমেজ, শহরের নিরাপত্তার দায়িত্বে ছিল পুলিশ। রাতের রাস্তায় চলাচল করার গাড়িগুলিতেও চালানো হচ্ছেল নাকা তল্লাশি। সায়েন্স সিটির সামনে মোতায়েন ছিলেন তিলজলা ট্রাফিক গার্ডের কনস্টেবল তপন চক্রবর্তী। নাকা তল্লাশি চালানোর সময় তাঁকেই ধাক্কা মেরে বেরিয়ে যায় একটি গাড়ি। 

Continues below advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে ছুটে আসা গাড়িটিকে থামানোর চেষ্টা করেন ট্রাফিক পুলিশের কর্মী তপন। কিন্তু গাড়ি দাঁড় করানোর বদলে তাঁকে ধাক্কা মেরে বেরিয়ে যান গাড়ির চালক। তাতে পাঁজরে গুরুতর চোট পান তপন। তড়িঘড়ি অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অভিযুক্ত চালকের খোঁজ শুরু হয়েছে।

আরও পড়ুন:  Kolkata Accident: নতুন বছরের প্রথম দিনই দুর্ঘটনা শহরে, দুমড়ে মুচড়ে গেল গাড়ি, চালক ঘুমিয়ে পড়াতেই বিপত্তি!

অন্য দিকে, নতুন বছরের প্রথম দিনে, রবিবার ভোরে ইএম বাইপাসে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। অজয় নগর থেকে পাটুলি যাচ্ছিল একটি গাড়ি। সেই সময় ইএম বাইপাসের উপর কালভার্টের উপর একটি স্তম্ভে ধাক্কা মারে গাড়িটি। তাতে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর গাড়ির এয়ারব্যাগ খুলে যাওয়ায় কোনও রকমে রক্ষা পান যাত্রীরা। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে বাঙুর হাসপাতালে পাঠায় সার্ভে পার্ক থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল। পুলিশের অনুমান, চালকর আসনে থাকা ব্যক্তি খুমিয়ে পড়েছিলেন। তার উপর গতি ছিল বেশি। তাতেই দুর্ঘটনা ঘটে। তবে এয়ারব্যাগ খুলে যাওয়াতেই প্রাণ রক্ষা হয়েছে সকলের। কী ভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ। 

শহরের রাস্তায় বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য অব্যাহত

এর আগে, শনিবার বছরের শেষদিনে ময়দানের কাছে ক্যাসুরিনা অ্যাভিনিউয়ে গাছে ধাক্কা মেরে উল্টে যায় একটি বেপরোয়া গাড়ি। তাতে আহত হন গাড়ির দুই যাত্রী। কোলাঘাট থেকে আসছিল গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে সেটি উল্টে যায়।

তাতে কোনওক্রমে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে বেরিয়ে আসেন চালক এবং আরোহী। গাড়ির এয়ারব্যাগ খুলে যায়। গাড়ির গতি বেশি থাকায় দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করছে ময়দান থানার পুলিশ। চালক মত্ত ছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।