কলকাতা: এ শহরেই তিনি শুনিয়েছিলেন তাঁর শেষ গান, শহর তাঁকে ভোলেনি। তাই শ্রেষ্ঠ উৎসবেও থাকবেন তিনি। সঙ্গীতশিল্পী কেকে (Singer KK)-কে হারানোর যন্ত্রণা নিয়েই কবিরাজ বাগানের এবারের দুর্গাপুজোর থিম, সঙ্গীতশিল্পী কেকে। তাঁর জন্মদিনে কেক কেটে উদ্‍যাপন করলেন পুজো কমিটির সদস্যরা। কলকাতাকে ভালবাসতেন খুব। শেষবার এখানেই তাঁর সুরের ঝাঁপি উজাড় করে দিয়েছিলেন। তারপর সব শেষ! সিটি অফ জয়ের বুক জুড়ে আজও সঙ্গীতশিল্পী কেকে’কে হারানোর যন্ত্রণা। 


তাই, বাঙালির সবথেকে বড় উত্‍সবে, কেকে’র স্মৃতিকেই আঁকড়ে ধরতে চেয়েছে এই শহর! কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কবিরাজ বাগানের এবারের দুর্গাপুজোর থিম, যে সঙ্গীতশিল্পী কেকে’কে ঘিরেই তা জানা গিয়েছিল আগেই। 


মঙ্গলবার সঙ্গীতশিল্পীর জন্মদিনে কেক কেটে উদ্‍যাপন করলেন তাঁরা। তাঁর গান সুখ-দুঃখের সঙ্গী! যা এক নিমেষে নিয়ে যায় শৈশবের স্মৃতিতে। এই ১৪ নম্বর ওয়ার্ডেই স্যার গুরুদাস মহাবিদ্যালয় যে কলেজের অনুষ্ঠানেই নজরুল মঞ্চে কেকে’র জীবনের শেষ পারফরম্যান্স। এবার, সেই ১৪ নম্বর ওয়ার্ডের এই পুজোতেও থাকবেন কেকে। সশরীরে না হলেও থাকবেন সবটা জুড়ে।


গত ৩১ মে, দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চ (Nazrul Mancha)। সাদার্ন অ্যাভিনিউয়ের ওই মঞ্চেই কেকে-র শেষ অনুষ্ঠান। একটি কলেজের ফেস্টে মূল আকর্ষণ ছিলেন তিনি। প্রায় ঘণ্টা দেড়েক ধরে টানা পারফরম্যান্স। গান গাইতে গাইতেই অসুস্থ বোধ করেছিলেন তিনি। সেদিন রাতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপরে হোটেলে ফিরে যান। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সেদিন রাতেই মারা যান তিনি। তাঁর স্মৃতিতেই দুর্গাপুজোর মণ্ডপ সাজানোর ভাবনা এসেছিল কবিরাজ বাগান পুজোকর্তাদের। সেইভাবেই শুরু হয়েছে কাজ। নজরুল মঞ্চে কৃষ্ণকুমার কুন্নথের শেষ অনুষ্ঠানকেই ওই ক্লাব তার পুজোয় নিজেদের মণ্ডপে তুলে ধরতে চলেছে। 


থিমের নাম:
সঙ্গীতশিল্পীর নামেই থিম। এই বছর থিমের নাম দেওয়া হয়েছে 'কে কে'।


কীভাবে সাজবে:



  • জুনে হয়ে গেল খুঁটি পুজো।

  • কবিরাজ বাগানের এবারের মণ্ডপ গড়ে তোলা হচ্ছে নজরুল মঞ্চের আদলে।

  • সেখানে গান গাওয়ার ভঙ্গিতে থাকবে কেকে-র একটি মূর্তি।

  • সেই মূর্তিটি এদিন উন্মোচন করেছে কর্তৃপক্ষ।

  • মূল ভাবনা স্থানীয় কাউন্সিলরের। 


পুরোদমে কাজ চলছে বলে আগেই জানিয়েছিলেন ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমল চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, তাপস রায়ের মতো শাসকদলের নেতারা। কেকে অত্যন্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী, আর অন্যদিকে দুর্গাপুজোও বাঙালির হৃদয়ের সবচেয়ে কাছে। এই দুইয়ের মেলবন্ধন কতটা আকর্ষিত করবে? সেটাই এখন দেখার। 


আরও পড়ুন: Kolkata News : পুরসভার হাতে কলকাতার খারাপ রাস্তার তালিকা দিল পুলিশ, পুজোর আগে দ্রুত সারানোর অনুরোধ