কলকাতা: গার্ডেনরিচে (Garden Reach) টাকার পাহাড়ের হদিশ মেলার পর এ বার এবার উল্টোডাঙাতেও নগদে প্রায় দেড় কোটি টাকা মিলল।  ধৃত আমির খানে (Amir Khan)-ঘনিষ্ঠ রমেশ আগরওয়ালের উল্টোডাঙার বাড়িতে দেড় কোটির হদিশ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। গার্ডেনরিচের যকের ধন উদ্ধারের পর এ বার উল্টোডাঙাতেও থোক থোক টাকা মিলল (Kolkata News)। 


শহরে ফের কোটি কোটি টাকার হদিশ মিলল


ইডি সূত্রে জানা গিয়েছে, গার্ডেনরিচকাণ্ডে ব্যবসায়ীর অ্যাকাউন্টের সূত্র ধরে তল্লাশি অভিযান চালায় ইডি। উল্টোডাঙা ছাড়াও পার্ক স্ট্রিট, যাদবপুরে একযোগে ইডির ম্যারাথন তল্লাশি চলে। ই-নাগেটস অ্যাপে প্রতারণা ১৭ কোটির পর তাতেই এ বার আরও দেড় কোটির হদিশ মিলল। খাটের নিচে ১৭ কোটি, ক্রিপ্টোকারেন্সিতে আরও কোটি কোটির হদিশ মিলেছিল আগেই। 


বুধবার দুপুর থেকে উল্টোডাঙায় আমির ঘনিষ্ঠের ওই বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। এখনও পর্যন্ত তল্লাশি চলছে। ইডি সূত্রে জানা গিয়েছে, আমিরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে রমেশের সঙ্গে লেনদেনের হদিশ মেলে। সেই সূত্র ধরেই তল্লাশি শুরু হয়। রমেশের বাড়িতে একটি আলমারিতেই ওই দেড় কোটি টাকা মজুত করে রাখা ছিল বলে জানা গিয়েছে। 


আরও পড়ুন: Becharam Manna: নজরে পঞ্চায়েত নির্বাচন! কাজ ফেলে রাখা যাবে না, সিঙ্গুরে বললেন বেচারাম


বাড়ির অন্য কোথাও আর টাকা লুকিয়ে রাখা হয়েছে কি না খতিয়ে দেখছে ইডি। উদ্ধার হওয়া দেড় কোটি টাকা গুনতে আনা হয় টাকা গোনার যন্ত্রও। ইডি সূত্রে খবর, প্রচুর গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করা হয়েছে। ই-নাগেটস অ্যাপের যে আর্থিক লেনদেন হয়, এখনও সেই সংক্রান্ত ২১০০ অ্যাকাউন্টের হদিশ মিলেছে। তা ঘাঁটতে গিয়েই রমেশের খোঁজ মেলে।   


এখনও তল্লাশি চলছে শহরের একাধিক জায়গায়


বুধবার রাত ১১টা পর্যন্ত ওই বাড়িতে রয়েছেন ইডি আধিকারিকরা। আমিরের ঘনিষ্ঠ বন্ধুর কাছে এত টাকা কোথা থেকে এল, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর আগে,আমিরের গার্ডেনরিচের বাড়ি থেকে ১৭ কোটি ৩২ লক্ষ টাকা উদ্ধার হয়। এ ছাড়াও, শহরের একাধিক জায়গায় একযোগে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। গভীর রাত পর্যন্ত এই তল্লাশি অভিযান চলবে বলে জানা গিয়েছে। ওই বাড়িতেই ইডি আধিকারিকদের জন্য নৈশভোজের আয়োজন হয়েছে বলে জানা গিয়েছে।