সঞ্চয়ন মিত্র, কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝা সরতেই বঙ্গে শীতের আমেজ। কলকাতায় একধাক্কায় ১৮-র ঘরে নামল পারদ। আগামীকাল থেকেই কলকাতায় (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা (Temparature) কমবে। কয়েকদিন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। এর জেরে শীতের আমেজ অনুভূত হবে কলকাতায়। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের (Winter) ছোট স্পেলের সম্ভাবনা। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের এক ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিন কলকাতার তাপমাত্রা কুড়ির নীচে থাকবে।


কলকাতার দুয়ারে শীত। ক্যালেন্ডার মেনে শীত আসতে এখনও দেরি। তবে হেমন্তের বাতাসে শীতের শিহরণ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার থেকেই শীতের আমেজ টের পাওয়া যাবে কলকাতায়। আগামী কয়েকদিন ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের ছোট স্পেলের সম্ভাবনা।                                       


জেলাগুলিতে পারদ ১৫ ডিগ্রিতে নামতে পারে। পাশাপাশি, আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার আন্দামান সাগর সংলগ্ন এলাকায় তৈরি হবে নিম্নচাপ। এই নিম্নচাপের অভিমুখ কোনদিকে হয়, সেদিকে নজর রাখছেন আবহবিদরা।                                            


আরও পড়ুন, 'গাড়ি রাস্তার সঙ্গে মিশে গেলে কাউকে দোষ দিতে পারবেন না', নতুন হুঁশিয়ারি উদয়নের



এসে গেল পিকনিক, কেক, পিঠে-পুলির মরশুম।  তাক থেকে লেপ-তোষক, কম্বল নামানোর সময়।  আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার থেকেই টের পাওয়া যাবে শীতের আমেজ। রাতের দিতে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।                                                        


নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে কেন কলকাতায় শীতের শিরশিরানি? আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম ভারত থেকে ঠান্ডা হাওয়া ঢুকবে রাজ্যে। তার প্রভাবেই শীতের আমেজ। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। ফলে কিছুটা শুষ্ক আবহাওয়া থাকবে।জানিয়েছে আবহাওয়া দফতর।