কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও বাচ্চু দাস, কলকাতা : এক কালে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ধারালো থেকে অতি ধারালো মন্তব্য করতেন কুণাল ঘোষ, এখন তাঁর মুখেই শোনা গেল শুভেন্দুর প্রশংসা। আগের বার বিজেপির অন্যান্য় নেতাদের থেকে শুভেন্দুকে এগিয়ে রেখেছিলেন কয়েক কদম আর এবার একেবারে সবিস্তারে মার্কশিট প্রকাশ করলেন কুণাল ঘোষ। বিজেপির নেতাদের নাম করে করে দুটি করে নম্বর দিলেন কুণাল। মানুষ হিসেবে আর নেতা হিসেবে। সেখানেও বেশ নম্বরে এগিয়ে রাখলেন শুভেন্দুকেই। 


নেতা হিসেবে শুভেনদু অধিকারীকে প্রায় ফুল মার্কস দিলেন কুণাল ঘোষ। 'সবকা সাথ সবকা বিকাশ' মন্তব্য় নিয়ে স্বয়ং বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার যখন শুভেন্দু অধিকারীর লাইন কার্যত খারিজ করেছেন, তখন চার দিনের মধ্য়ে দ্বিতীয়বার, ফের তাঁরই সঙ্গে তুলনা টেনে শুভেনদুকে দরাজ সার্টিফিকেট দিলেন কুণাল। 


সুকান্ত মজুমদারকে বিজেপি নেতা হিসেবে  কুণাল দিয়েছেন ২ আর মানুষ হিসাবে দিয়েছেন ৯।  দিলীপ ঘোষকে নেতা হিসাবে তিনি দিয়েছেন ৭,মানুষ হিসাবে ৯। শুভেন্দু অধিকারীকে বিজেপি নেতা হিসাবে কুণাল দিয়েছেন ৯।  মানুষ হিসাবে মাত্র ৪।  কুণাল ঘোষ বলেন, সুকান্ত মজুমদার উচ্চশিক্ষিত। উনি জেনুইন ভদ্র লোক ৷ গাছপালা চেনেন ৷ আর দিলীপ ঘোষ অনেক বড় নেতা। আর এদের থেকে বড় শুভেন্দু অধিকারী।    


কয়েকদিন আগেই শুভেন্দুর ঢালাও প্রশংসা করেছিলেন কুণাল। বলেছিলেন, ' শুভেন্দু অধিকারী বিশ্বাসঘাতকতা করে গেছেন তাঁর নিজস্ব অ্য়াজেন্ডায় বিজেপিতে। বিজেপিতে গিয়ে তিনি ব্য়ক্তি আক্রমণ এবং কুৎসার রাজনীতি করেছেন। তাঁর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে এবং তাঁকে মানুষ ক্রমশ, বিজেপি নেতারা, কর্মীরাও তারা শুভেন্দুর বিরোধিতা করছেন। কিন্তু, ঘটনা হল এই সুকান্তবাবু বা এরা যারা আছেন বিজেপি নেতা হিসেবে, বিরোধী নেতা হিসেবে, বিজেপির নেতা হিসেবে, তৃণমূলের সঙ্গে লড়াইয়ের প্রশ্নে এইসব সুকান্তবাবুদের থেকে তো ঢের এগিয়ে শুভেন্দু অধিকারী। '


তবে মানুষ হিসেবে কুণাল মোটেই নম্বর দেননি শুভেন্দুকে, যেখানে সুকান্ত, দিলীপকে এগিয়ে রেখেছেন অনেকটাই। কথায় বলে, রাজনীতিতে কেউ চিরকালের বন্ধু কিংবা শত্রু হয় না। কিন্তু, শুভেনদুকে কুণালের বারবার সার্টিফিকেট বিশেষ ইঙ্গিতবাহী? নাকি স্রেফ রাজনৈতিক কৌশল? উত্তর দেবে সময়।


আরও পড়ুন :


আয়কর কাঠামোয় বিরাট পরিবর্তন, বাড়ানো হল স্ট্যান্ডার্ড ডিডাকশন, কাদের কত আয়কর দিতে হবে ?