কলকাতা: আগামী রবিবার ২১ জুলাই। ধর্মতলায় সমাবেশ রয়েছে তৃণমূলের। একুশে জুলাইয়ের সমাবেশে বিঘ্ন ঘটানোর আশঙ্কা প্রকাশ করলেন কুণাল ঘোষ। তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক সোশ্যাল মিডিয়ায়, সমাবেশের জন্য ট্রেন বাতিলের আশঙ্কা প্রকাশ করে পোস্ট করেছেন। পাল্টা জবাব দিয়েছে রেলও। 


সমাবেশে বিঘ্ন ঘটানোর আশঙ্কা: রবিবার তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ। জোরকদমে চলছে ২১ জুলাইয়ের প্রস্তুতি। চারদিকে জোর তোড়জোড়। এরইমধ্য়ে গোটা শহর ২১ জুলাইয়ের সমাবেশের পোস্টার-ব্য়ানারে ছেয়ে গেছে। ধর্মতলায় চলছে মঞ্চ বাঁধার কাজ। কুণাল ঘোষ লিখেছেন, "রবিবার ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশ রয়েছে। সমাবেশে বিঘ্ন ঘটাতে পরের পর ট্রেন বাতিলের খবর আসছে, তালিকা দীর্ঘ। এই চক্রান্তের তীব্র নিন্দা করছি, এভাবে তৃণমূলকে থামানো যাবে না।''


 





পাল্টা কী জানাল রেল? 


এদিন কুণাল ঘোষের এই পোস্টের প্রেক্ষিতে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের কিছু ব্লকের জন্য কয়েকটি ট্রেনকে বাতিল করা হয়েছে ২০ জুলাই শনিবার এবং রবিবার ২১ জুলাই এই খবর মিথ্যে। আমি দায়িত্ব নিয়ে বলছি পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে কোনও ট্রেনকে শনিবার এবং রবিবার বাতিল করা হবে না। প্রতি রবিবার যেমন পরিষেবা থাকে তেমনই থাকবে। কোথাও একটা ভুল বার্তা গিয়েছে। সেটা সত্য নয়। সাধারণ মানুষ ২০ এবং ২১ তারিখ অন্যান্য দিনের মতোই নিজেদের সূচি অনুযায়ী যাতায়াত করতে পারবেন।''                                 


ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়: ২১ জুলাইয়ের সমাবেশের আগেই কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের পর চিকিৎসার কারণে সাংগঠনিক বিষয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। চোখের চিকিৎসার জন্য় ২২ দিন বিদেশে। এদিন বিদেশ থেকে কলকাতায় ফিরলেন তিনি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Calcutta High Court: বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদ, বিজেপির মিছিলে অনুমতি হাইকোর্টের