মুম্বই: শ্রীলঙ্কা সফরের ওয়ান ডে দলে তাঁকে না দেখে অনেকেই বেশ অবাক হয়েছেন। রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) ওয়ান ডে কেরিয়ার কি তবে শেষের মুখে? আর কি জাতীয় দলের জার্সিতে ওয়ান ডে ক্রিকেটে দেখা যাবে না সৌরাষ্ট্রের অলরাউন্ডারকে?


টি-২০ বিশ্বকাপজয়ী (T20 World Cup) দলের সদস্য ছিলেন জাডেজা। টি-২০ বিশ্বকাপে ভারত (Team India) চ্যাম্পিয়ন হওয়ার পরই বিরাট কোহলি, রোহিত শর্মাদের পথে হেঁটে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন জাডেজা। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির মতো ওয়ান ডে ক্রিকেটের বড় টুর্নামেন্ট রয়েছে। সেই টুর্নামেন্টের জন্য ভারতীয় দলে জাডেজাকে ভাবা হচ্ছে না বলেই খবর।


ভারতের জার্সিতে ১৯৭ ওয়ান ডে ম্যাচ খেলে ২২০ উইকেট নিয়েছেন জাডেজা। পাশাপাশি ২৭৫৬ রানও রয়েছে জাডেজার নামের পাশে। শোনা যাচ্ছে, ৩৫ বছরের তারকা অলরাউন্ডারকে সীমিত ওভারের ক্রিকেটে আর ভাবছেন না নির্বাচকেরা। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। টুর্নামেন্টটি হওয়ার কথা পাকিস্তানে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসি-কে জানিয়ে দিয়েছে, পাকিস্তানে খেলতে যাবেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা। পরিবর্তে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ, ভারতের ম্যাচ হবে শ্রীলঙ্কা বা দুবাইয়ের মতো নিরপেক্ষ কোনও দেশে। বাকি ম্যাচ হবে পাকিস্তানেই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে জাডেজাকে দেখার সম্ভাবনা কম।


শোনা যাচ্ছে, জাডেজা নন, ওয়ান ডে ক্রিকেটে এখন নির্বাচকদের পছন্দের তালিকায় বাঁহাতি স্পিনার অক্ষর পটেল ও ওয়াশিংটন সুন্দর। সেই কারণেই নাকি শ্রীলঙ্কা সফরের ওয়ান ডে দলে রাখা হয়নি জাডেজাকে।


নির্বাচক ও নবনির্বাচিত কোচ গৌতম গম্ভীরের উপলব্ধি, সামনের বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাত্র ৬টি ওয়ান ডে ম্যাচ পড়ে রয়েছে ভারতের হাতে। যার মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে রয়েছে এই সিরিজের তিন ম্যাচ। হাতে সময় কম থাকায় গম্ভীর এখনই চান ভারতের ওয়ান ডে দলের নীল নকশা সাজিয়ে নিতে। এই ৬ ম্যাচে ওয়াশিংটন ও অক্ষরকে আরও বেশি করে খেলিয়ে তৈরি রাখার কথা ভেবেছেন গম্ভীর ও অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।


আরও পড়ুন: মায়ের গয়না বন্ধক রেখে আন্তর্জাতিক মঞ্চে ৩ পদক! অর্থাভাবে সোনার মেয়ের শ্রীলঙ্কা সফর অনিশ্চিত


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।