পুরুষোত্তম নারায়ণ পণ্ডিত, কলকাতা : 'সন্দীপবাবু কিন্তু শেষ নয়। শুধু শুরু । এখনও বিচারের অনেকটা বাকি আছে', জুনিয়র ডাক্তারদের রাত দখলের রাতে মুখ খুললেন সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। ৯ অগাস্ট আরজি কর হাসপাতাল থেকে নির্যাতিতার দেহ উদ্ধারের দিন থেকে একদিনের জন্যও 'ছুটি' নেননি তিনি। কোথাও না কোথাও গর্জেছে শিল্পীর কণ্ঠ। ১ সেপ্টেম্বর ধর্মতলায় সারা রাত ছিলেন নাগরিক সমাজের প্রতিবাদ জমায়েতে। স্লোগানে, গানে চেয়েছেন বিচার । কিন্তু ২ তারিখটা একটু বিশ্রাম নেবেনই ভেবেছিলেন। তবে জুনিয়র ডাক্তার এই বিক্ষোভ দেখে বসে থাকতে পারেনি বাড়িতে । তড়িঘড়ি তৈরি হয়ে নেমেছেন পথে, আরও একটা প্রতিবাদের রাত কাটিয়েছেন বাড়ির বাইরেই।


গানে-কবিতায়-স্লোগানে রবিবার রাত জেগেছিল নাগরিক সমাজ। আর সোমবার আর জি কর-কাণ্ডে সুবিচার ও পুলিশ কমিশনারের পদত্য়াগের দাবিতে, গোলাপ ও প্রতীকি শিরদাঁড়া নিয়ে লালবাজার অভিযান করলেন জুনিয়র ডাক্তাররা। এরই মধ্যে CBI গ্রেফতার করে সন্দীপ ঘোষকে। শিল্পী লগ্নজিতা বলেন, শিরদাঁড়ার ভাবনাটি দেখে আমি অভিভূত। ডাক্তাররা তো উজ্জ্বল মনের মানুষ, তাঁদের এই ভাবনা দেখে অভিভূত। 


লগ্নজিতা জানালেন, এই কঠিন পরিস্থিতিতেও তিনি এই শহরে নিরাপত্তাহীনতায় ভুগছেন না। ' মনে হচ্ছে সিস্টেমে একটা গণ্ডগোল আছে। পুরো সিস্টেমটা বাজে নয়। সব পুলিশ খারাপ নয়। তাহলে একটা সিস্টেম চলে কী করে। একটা বাজে সিস্টেম বাদ দিয়ে দিলে আবার সিস্টেম , সিস্টেমের জায়গায় ফিরে যাবে ' । 


জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে পুলিশ কমিশনারের প্রতিনিধি হিসেবে, ফিয়ার্স লেনে আন্দোলনকারীদের সঙ্গে মঙ্গলবার কথা বলতে আসেন অতিরিক্ত পুলিশ কমিশনার অশেষ বিশ্বাস। তিনি জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলকে লালবাজার যেতে বললেও আন্দোলনকারীরা রাজি হননি। তাঁরা জানান, বেন্টিঙ্ক স্ট্রিট পর্যন্ত যেতে দিলে তবেই লালবাজার যাবেন। ACP অশেষ বিশ্বাস চলে যাওয়ার পর, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আসেন জয়েন্ট সিপি ট্রাফিক। কিন্তু তাঁকেও ফিরে যেতে হয়। আন্দোলনকারীদের সঙ্গে দেখা না করেই, রাত ৯টা ১৫ মিনিটে, লালবাজার থেকে বেরিয়ে যান পুলিশ কমিশনার বিনীত গোয়েল, যার পদত্য়াগের দাবিতে জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান। তারপরও নিজেদের অবস্থানে অনড় থেকে ওখানেই সারারাত বসে থাকেন আন্দোলনরত চিকিৎসকরা।


আরও পড়ুন :


'দিদি পাঠিয়েছে, CM কে ফোন করুন' চড়া গলা, হুমকি বর্তমান অধ্যক্ষকে ! কে এই সন্দীপ ঘনিষ্ঠ আফসার?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে