কলকাতা: ২০দিনের মাথায় ফের বামেদের লালবাজার অভিযান (Lalbazar Agitation)। পুলিশ কমিশনারের ইস্তফার দাবিতে নামলেন বাম কর্মী সমর্থকরা। এদিন ফিয়ার্স লেনে ব্যারিকেড আটকায় মিছিল। লালবাজারে রাতভর ধর্নার হুঁশিয়ারি বামেদের।
বামেদের লালবাজার অভিযান: পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলের পদত্যাগ ও তাঁকে সিবিআই তদন্তের আওতায় আনার দাবি তুলে ফের লালবাজার অভিযানে নামল বামেরা। শুক্রবার বউবাজারের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড় থেকে শুরু হয় বামেদের মিছিল। শুরুতে গার্ডরেল সরিয়ে এগিয়ে গেলেও, ফিয়ার্স লেনের মুখে পুলিশি ব্যারিকেডে আটকে পড়েন বাম কর্মী সমর্থকরা। বাধা পেয়ে ফিয়ার্স লেনেই রাতভর অবস্থানের ঘোষণা করলেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "মমতা মনে করছে ব্যারিকেড উঁচু করলেই চুপ করবে। ১৪ তলায় পৌঁছে গেছে আওয়াজ। সরকার যত নামে ব্যারিকেড তত উঁচু হয়। যতদিন পদত্যাগ না করছে গোটা রাজ্যে আন্দোলন চলবে।''
রাতভর ধর্নার হুঁশিয়ারি: অন্যদিকে ফিয়ার্স লেনে যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছিল পুলিশও। তৈরি ছিল জলকামান, বজ্রাও। কিন্তু প্রায় দু মানুষ উঁচু ব্যারিকেড, লোহার শিকল, ভাঙার চেষ্টাই করেননি আন্দোলনকারীরা। বাধার মুখে পড়ে সেখানেই শুরু হয় অবস্থান বিক্ষোভ। লোহার ব্যারিকেডে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি লেখা ফ্লেক্স টাঙিয়ে দেওয়া হয়। ব্যারিকেডের উপরে উঠে পতাকা হাতে শুরু হয় স্লোগান। এর আগে গত সোমবার লালবাজার অভিযানের ডাক দিয়েছিল বামেরা। চারদিনের মাথায় আবার পথে নামলেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, মীনাক্ষী মুখোপাধ্যায়রা। শনিবার বিকেল ৫টা পর্যন্ত ফিয়ার্স লেনে বামেদের অবস্থান কর্মসূচি চলবে। এদিন সুজন চক্রবর্তী বলেন, "আমরা তো আজ অবস্থানে এসেছি এখানে, জানি কোনও সন্দেহ নেই আগামীকাল পর্যন্ত চলবে। তবে গোটা রাজ্যজুড়ে কর্মসূচি চলছে, শুধু তো একটা কর্মসূচি নয়। পুলিশ কমিশনারকে যেতেই হবে। ওকে খারিজ করতে হবে। আর যদি খারিজ করতে না পারেন, তাহলে অবশ্যই পুলিশমন্ত্রী, তিনি কী করছেন? তাকেও যেতে হবে।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Junior Doctor Agitation: দাবিগুলি ঠিক কী? মুখ্যমন্ত্রীকে ফের মনে করালেন চিকিৎসকরা