কমলকৃষ্ণ দে, বর্ধমান: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের (RG Kar Doctor death case) ঘটনাকে নিয়ে শোরগোলের মাঝেই ১৪ অগাস্ট মহিলাদের রাত দখলের কর্মসূচির সময় পূর্ব বর্ধমানের গাংনাপুরে খুন হয়েছে আদিবাসী সম্প্রদায়ের এক ছাত্রী (tribal Nursing Student murder case)। তাঁর গলাকাটা দেহ উদ্ধারের পর ব্যাপক উত্তেজনা ছড়ায়। শনিবার RG কর কাণ্ড ও আদিবাসী নার্সিং ছাত্রীকে খুনের প্রতিবাদে বর্ধমানে (Burdwan) মিছিল সংগঠিত করেন বাম ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা। কিন্তু, পুলিশ তাঁদের মিছিল আটকে দিতেই রাস্তার ওপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। অবিলম্বে প্রকৃত বিচার করে দোষীদের গ্রেফতার করে শাস্তি দেওয়া দাবি ওঠে বারবার। যার জেরে উত্তেজনা ছড়ায় বর্ধমান শহরে।
বাম ছাত্র-সংগঠন ও গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে শনিবার বর্ধমান শহরের কার্জন গেট থেকে পুলিশ সুপারের অফিস পর্যন্ত মিছিল করে RG কর কাণ্ড ও গাংপুরে আদিবাসী ছাত্রী খুনে সুবিচার চেয়ে ডেপুটেশন জমা দিতে যাওয়া হচ্ছিল। মিছিল কিছুটা যাওয়া পরে পুলিশ ব্যারিকেড করে সেই মিছিল আটকে দেয়। সঙ্গে সঙ্গে সেখানেই রাস্তার ওপর বলে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন প্রতিবাদে অংশ নেওয়া বাম কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, পশ্চিমবঙ্গে মেয়েরা নিরাপদ নয়। দ্রুত এই অবস্থার পরিবর্তন করতে হবে। প্রশাসনকে কড়া হাতে এই ধরনের ঘটনা রুখতে হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার বর্ধমান শহরের পাশাপাশি মালদা জেলার চাঁচল-সামসি ৮১ নম্বর জাতীয় সড়কের ওপরে অবস্থিত জিয়াগাছি এলাকায় পথ অবরোধ করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা। বাঁশের ব্যারিকেড করে প্রবল বিক্ষোভ দেখানোর পাশাপাশি অবিলম্বে দোষীদের গ্রেফতার করে কড়া শাস্তি দেওয়ার দাবি জানান। বেশ কিছুক্ষণের এই অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।