মুন্না আগরওয়াল, বালুরঘাট: স্বামী দ্বিতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির টিকিটে প্রতিযোগিতা করছেন। প্রতিটি বুথে বুথে যাওয়া অসম্ভব হয়ে উঠছে। এমত অবস্থা বালুরঘাট শহরে স্বামী হয়ে নির্বাচনী প্রচারে নামলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরী মজুমদার। গত প্রায় এক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে নির্বাচনী প্রচারে সারছেন সুকান্ত মজুমদারের সহধর্মিণী। ভোট পর্যন্তই প্রচার চালাবেন স্ত্রী, এমনটাই জানিয়েছেন সুকান্ত মজুমদার।


দক্ষিণ দিনাজপুর জেলার সাতটি ও উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা মিলিয়ে বালুরঘাট লোকসভা আসন। মোট ১৮০০ বেশি বুথ রয়েছে। এক মাসে লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে যাওয়া কার্যত অসম্ভব সব প্রার্থীর। এর মধ্যেই প্রার্থীরা নিজেদের সর্বোচ্চ দিয়ে প্রচার ও জনসংযোগ করছেন। 


বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারও জেলা জুড়ে প্রচার চালাচ্ছেন। তবে বালুরঘাট শহরে সময় কম দিতে পারছেন। এমন পরিস্থিতিতে বালুরঘাট শহরে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে নামলেন সুকান্ত মজুমদারের স্ত্রী। গত প্রায় এক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছেন তিনি। স্বামীর উন্নয়নের খতিয়ান তুলে ধরে ভোট চাইছেন। পায়ে হেঁটে সাধারণ মানুষের বাড়ি বাড়িও যাচ্ছেন তিনি। 


প্রচার অভিযান নিয়ে সুকান্ত'র সহধর্মিণী কোয়েল চৌধুরী মজুমদার বলেন, 'ও বালুরঘাট শহরে সে ভাবে সময় দিতে পারছে না। তাই স্বামীর হয়ে আমি প্রচার করছি। স্কুল খোলা থাকলে বিকেলে বাড়ি ফিরে এসে প্রচার করছি। মূলত বিকেলে যতটা সময় পারছি সেই সময় প্রচার করছি। ও কী কী উন্নয়ন করেছে সেই খতিয়ান তুলে ধরে ভোট চাইছি৷ সকলের কাছেই অভূতপূর্ব সাড়া পাচ্ছি।'


আরও পড়ুন, 'খবর আছে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড়জোড় করছেন', মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের


এদিকে আজ সুকান্ত মজুমদারের গড়ে সভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল নেত্রীকে চা খাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। যদিও উন্নয়ন নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করেছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। 


এদিন রবিবাসরীয় প্রচার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও মুখ খোলেন তিনি। মানুষ সার্জিক্যাল স্ট্রাইক করছে, কিন্তু সেটা তৃণমূলের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সার্জিক্যাল স্ট্রাইক মন্তব্যের জবাব দিয়েছেন সুকান্ত মজুমদার। 


রবিবারের সকালে তপন বিধানসভা এলাকায় রোড শো করেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সুকান্ত। সাংসদ তহবিলের টাকা খরচ করে জেলায় সমস্ত রকম উন্নয়ন করেছি। নতুন নতুন ট্রেন-সহ রেলের বিভিন্ন প্রকল্প উপহার দিয়েছি দক্ষিণ দিনাজপুর জেলাকে। তৃণমূলও বলতে পারবে না, কোনও দুর্নীতি হয়েছে। দাবি বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে