সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বারাসাত লোকসভা নির্বাচনে বড় ব্যবাধানে জয় এনেছেন তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার। কিন্তু  বারাসাত লোকসভা নির্বাচনে সাত নম্বর ওয়ার্ডে ২০১ ভোটে লিড করেছে বিজেপি। বিজেপির অভিযোগ, এলাকাতে হেরে যাওয়ার কারণেই তাঁদের প্রতি এই তাণ্ডব চালাচ্ছে স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে মদ্যপ যুবকরা।


ভোট পরবর্তী হিংসা বারাসাতে..


 ফের ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটল বারাসাত থানার ৯ নম্বর সূর্যসেন পল্লী এলাকায়। বারাসাতের ৭ নম্বর ওয়ার্ডের সূর্যসেন পল্লী এলাকাতে গতরাতে কিছু মদ্যপ, বিজেপি কর্মীর গাড়ি করে ভাঙচুর করে বলে অভিযোগ। অভিযোগ, একাধিক জায়গায় বিজেপির ফ্লেক্স, ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়েছে। এছাড়াও বেশ কয়েকজনকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। ওই এলাকাতে কারও কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। পিকনিক করার নাম করে কারও বাড়ির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।


বারাসাতের ৭ নম্বর ওয়ার্ডে লিড BJP-র 


লোকসভা নির্বাচনে বিজেপি ওই সাত নম্বর ওয়ার্ডে ২০১ ভোটে লিড করেছে। অভিযোগ, তৃণমূল কংগ্রেস গোটা লোকসভা-তে জয় লাভ করলেও ,এলাকাতে হেরে যাওয়ার কারণেই তাঁদের প্রতি এই তাণ্ডব চালাচ্ছে স্থানীয় কাউন্সিলর অরুণ ভৌমিকের নেতৃত্বে মদ্যপ যুবকরা। তাঁদেরকে মারধর করেছে বলে অভিযোগ। তাঁরা বারাসাত থানায় অভিযোগ দায়ের করেছে। যদিও বারাসাতের ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত জানিয়েছেন, সম্পূর্ণ মিথ্যা কথা। নিজেদের মধ্যে গন্ডগোল। সেটা তৃণমূল কংগ্রেসের উপরে চাপিয়ে হাইলাইট হওয়ার চেষ্টা করছে বিজেপি।


আরও পড়ুন, শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?


ভোট মিটলেও অশান্তি অব্যাহত


ভোট মিটলেও অশান্তি অব্যাহত। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে আক্রান্ত হলেন তৃণমূল নেতা। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার অশোকনগরে বিজেপি কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভোট মিটতেই মথুরাপুর লোকসভায় আক্রান্ত হলেন তৃণমূল নেতা। দুষ্কৃতীকে হাতেনাতে ধরে পাল্টা মারধরের অভিযোগ উঠল তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার দক্ষিণ গঙ্গাধরপুর সমবায় সমিতিতে লোকসভা ভোটের পর্যালোচনা বৈঠক চলছিল। অভিযোগ, তৃণমূলের ব্লক সম্পাদক ও দক্ষিণ গঙ্গাধরপুরের অঞ্চল সভাপতি মহিমউদ্দিন মোল্লা বাইরে বেরোতেই ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে এক দুষ্কৃতী। তৃণমূল নেতার চিৎকার শুনে দলের কর্মীরা বেরোতেই পালানোর চেষ্টা করে অভিযুক্ত। যদিও হাতেনাতে ধরা পড়ে দুষ্কৃতী। তাকে বেধড়ক মারধর করেন তৃণমূলের কর্মীরা।