সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: দেব, হিরণের লড়াইতে ব্যাটলফিল্ড ঘাটাল। দুই অভিনেতা-রাজনীতিকের বাগযুদ্ধ, কাদা ছোড়াছুড়িতে এখন সংবাদ শিরোনামে ঘাটাল কেন্দ্র। বিজেপি তৃণমূলের আকচাআকচিতে পারদ চড়ছে ঘাটালের। ভোটের ঠিক ২ দিনআগে দেবের নামে চাঞ্চল্য়কর অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। । তাঁর দাবি, গরু পাচারকাণ্ডের অন্য়তম অভিযুক্ত এনামুল হকের ভাইয়ের কাছ থেকে দু'দফায় পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছিলেন দেব। উত্তর দিতে দাবি করেননি দেব। এরই মাঝে বৃহস্পতিবার ঘটে গেল আরও এক চাঞ্চল্যকর ঘটনা। রাত পোহালেই ঘাটালে ভোট। আর তার কয়েকঘণ্টা আগেই ঘাটালে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হল তাড়া তাড়া নোট!


বিজেপি নেতার গাড়িতে টাকা


গাড়ির চালকের পাশের আসনের পায়ের কাছেই ব্যাগ ভর্তি ৫০০ টাকার বান্ডিল বান্ডিল নোট। পিছনের সিটে রাখা বিজেপি প্রতীক চিহ্ন-সহ নরেন্দ্র মোদির ছবি দেওয়া ব্যাগ ও কাপড়ে মোড়া একাধিক ফাইল। ঘটনা ঘিরে ফের শোরগোল পড়ে গেল দাসপুরে। ঘাটালের SDPO অনিমেষ সিংহ রায়ের দাবি, তাঁদের কাছে নির্দিষ্ট খবর ছিল যে। সেই অনুসারে ট্র্যাক করে গাড়িটাকে আটক করা হয়। গাড়িতে ছিলেন প্রশান্ত বেরা নামে এক ব্যক্তি। তাঁর নাম প্রশান্ত বেরা। তিনি দাসপুরের বিজেপি কনভেনার। ওই ব্যক্তির কাছে ২৪ লক্ষ টাকা পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে খবর, যে  ব্যক্তির কাছে ২৪ লক্ষ টাকা পাওয়া গেছে, তিনি এখনও টাকা কোথা থেকে এল, কোথায় পাঠনো হচ্ছিল, ইত্যাদি উত্তর দিতে পারেননি। 


রাজনৈতিক তরজা


সঙ্গে সঙ্গে রাজনৈতিক আক্রমণ শানিয়েছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা অজিত মাইতের দাবি, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ল। পরপর শুধু বিজেপির কাছ থেকেই টাকা উদ্ধার হচ্ছে, তৃণমূল কাছ থেকে তো হচ্ছে না।  তাঁর চাঞ্চল্যকর অভিযোগ, টাকা দিয়ে, মদ দিয়ে ভোট কিনে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। 


এই বিষয়ে শুক্রবারই বিজেপির উদ্দেশে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, দাসপুরে একটা গাড়িতে ২৪ লক্ষ টাকা সবে গুনতে পেরেছে। এখনও টাকা গোনার কাজ চলছে।


পাল্টা জবাব দিয়েছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। l তিনি বলেন, ' তৃণমূল এখন বিজেপি নেতাদের দেখলেই বদনাম করার চেষ্টা করছে। চক্রান্ত করছে। এমনও হতে পারে পুলিশ হয়তো বিজেপি নেতার গাড়িতে টাকা রেখে মিথ্যে বদনাম দিতে পারে। কারণ পুলিশ কী করে জানল গাড়িতে টাকা আছে? কালকে ভোট, আজকে কেউ টাকা নিয়ে ঘুরবে, এটা আমরা বিশ্বাস করি না।' 

সবমিলিয়ে লোকসভা ভোটের আগে সরগরম ঘাটাল লোকসভা কেন্দ্র। 

আরও পড়ুন : 


ক্রমেই এগোচ্ছে গভীর নিম্নচাপ, ক্যানিং থেকে আর কতদূরে? আজই প্রভাব শুরু রেমালের?