কলকাতা: বছর ঘুরলেই বেজে যাবে পঞ্চায়েত ভোটের ( WB Panchayet Election) দামামা। তার আগে সপ্তমে রাজনৈতিক তরজার পারদ। দিলীপ ঘোষের Dilip Ghosh) বুকে পা তুলে দেওয়ার হুমকির পাল্টা মদন মিত্রর (Madan Mitra) মুখে শোনা গেল গলায় পা তুলে দেওয়ার হুমকি।


দিলীপের মন্তব্যের পাল্টা মদন: মারের পাল্টা মারের হুঙ্কার তৃণমূল-বিজেপির: এ যেন ‘বুকে পা’র পাল্টা ‘গলায় পা’। রাজ্য রাজনীতিতে হুমকি-হুঁশিয়ারির ছড়াছড়ি। ক’দিন আগেই বিক্ষোভের মুখে পড়ে দিলীপ ঘোষের (Dilip Ghosh) মুখে শোনা গেছিল বুকে পা তুলে দেওয়ার হুমকি। আর এবার দিলীপ ঘোষের পর মদন মিত্র। তাঁর মুখে আবার... গলায় পা তুলে দেওয়ার হুমকি। কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, “বিজেপি যা পারেন করে নিন, অগর মাই কা লাল হ্যায়, পেটে পা তুলবেন বলেছেন, তার আগে গলায় পা পৌঁছে যাবে। আমরা তৃণমূল কংগ্রেস। আমরা যেচে লড়তে চাই না।’’


তৃণমূলকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর: শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ, তৃণমূল সরকারের পতন নিয়ে ভবিষ্যদ্বাণী শোনা যাচ্ছে একাধিক হেভিওয়েট বিজেপি নেতার মুখে। এদিন ফের মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাঁথির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে এদিন তিনি বলেন, "পুলিশ, মমতা পুলিশ। চটি চাটা পুলিশ। দলদাসে পরিণত হওয়া পুলিশ। তারা যেভাবে, তারাই ঠিকা নিয়েছে, তারাই দায়িত্ব নিয়েছে, এই তোলামূল নামক পার্টিটাকে টিকিয়ে রাখার বা বাঁচিয়ে রাখার। যে বাঁচিয়ে রাখতে এরা পারবে না। আমরা কার্যত গুছিয়ে নিয়ে এসেছি। আর কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন, এদের অবস্থাটা কী হবে। একদম লড়াই করুন। সিপিএমকে কী করে উৎখাত করেছি, আমি জানি। একেও কী করে উৎখাত করতে হয় আমি জানি। শুধু সঙ্গে থাকুন।'' 


আর এই আবহে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর গলায় শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য। উত্তর ২৪ পরগনার নিমতায় বিজয়া সম্মিলনীর মঞ্চে এবার মদন মিত্রের গলায় শোনা গেল যুদ্ধের হুঙ্কার। তিনি বলেন, "যুদ্ধ আসছে। যুদ্ধ কিন্তু আসছে ডিসেম্বর মাসের মধ্যে। অনেক বড় যুদ্ধ। আপনাদের কাছে এই পবিত্র মঞ্চে বলে যাই, যদি যুদ্ধে জয়ী হই, রক্ত করবীর মালা আর সিঁদুরের ললাট লিখন লিখে দেবেন। যুদ্ধে যদি হেরে যাই, যুদ্ধক্ষেত্রে প্রাণ দেব। কিন্তু,...শত্রুর কাছে আত্মসমর্পণ করব না।''


আরও পড়ুন: ED: ED’র স্ক্যানারে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল, আগামীকাল হাজিরা দেবেন ED দফতরে? জোরাল হচ্ছে প্রশ্ন