কলকাতা: মাধ্যমিকের (Madhyamik) ইংরেজি প্রশ্নপত্রকাণ্ডে ফের অর্ন্তঘাত বলে দাবি করল মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Borad Of Secondary Education)। প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, সোশাল মিডিয়ায় ইংরেজি প্রশ্নের ৩ পাতার ছবি প্রকাশের ঘটনায় ২৩ জনকে শনাক্ত করা হয়েছে। বিষয়টি মালদা জেলা প্রশাসনকে জানিয়ে কীভাবে অন্তর্ঘাত হয়েছে, এই ঘটনায় কারা যুক্ত, তা দ্রুত জানাতে বলেছে মধ্যশিক্ষা পর্ষদ।  


ফের অর্ন্তঘাত বলে দাবি:জীবনের প্রথম বড় পরীক্ষা। মাধ্যমিকের দ্বিতীয় দিনে, শুক্রবার ছিল দ্বিতীয় ভাষার পরীক্ষা। পরীক্ষা শুরুর পর বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ ঘিরে জল্পনা তৈরি হয়। ৩ পাতা প্রশ্নের ছবি দিয়ে নিজের ট্যুইটার হ্যান্ডলে সুকান্ত মজুমদারে লেখেন – এদিন সকাল থেকেই এবারের মাধ্যমিক পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র বলে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে।








প্রথম দিনের মতো এদিনও পরীক্ষা শেষ হয়েছে নির্বিঘ্নে। দুপুর ৩ টের পর এক প্রেস বিজ্ঞপ্তিতে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, “এটি কোনও প্রশ্ন ফাঁসের ঘটনাই নয়, পরিকল্পিত অন্তর্ঘাত! পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা পর সোশাল মিডিয়ায় ১৬ পৃষ্ঠার ইংরেজি প্রশ্নপত্রের ৩টি পাতা বেরিয়েছে। প্রশ্ন ফাঁস হলে পরীক্ষা শুরুর আগে ১৬ পাতাই বেরোত। ঠিক কোথা থেকে এই অন্তর্ঘাত করা হয়েছে, তার তদন্ত করার জন্য প্রশাসনকে বলা হয়েছে। পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হয়েছে ১১টা ৪৫-এ। পরীক্ষা শুরু হয়েছে বেলা ১২টায়। যখন সোশাল মিডিয়ায় এই ঘটনা ঘটে, তখন সমস্ত পরীক্ষার্থী ও শিক্ষকরা পরীক্ষা কেন্দ্রের ভিতরে ছিলেন। সুতরাং পরীক্ষার ওপর এই ঘটনার কোনও প্রভাব নেই। এমন অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে কারও প্ররোচনা দেওয়া উচিত নয়।’’ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবার মাধ্যমিকে পরীক্ষার্থী কমেছে প্রায় ৪ লক্ষ। মোট পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। পরীক্ষা নির্বিঘ্ন করতে পর্ষদ ও পুলিশের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা করা হয়েছে।


আরও পড়ুন: Kulpi: ঘন কুয়াশার জের, কুলপিতে হুগলি নদীর চরে ধাক্কা বাংলাদেশি বার্জের