Mahalaya: যে ঘাটে কুমির সেই ঘাটেই তপর্ণের ইচ্ছে রাজ্যের মন্ত্রীর, বাধ্য হয়ে গঙ্গায় বোমাবাজি
Mahalaya Tarpan: মহালয়ার পূর্ণলগ্নে তর্পণের দিনে কালনার ধাত্রীগ্রাম নদীতে কুমীর থাকায় জল বোমা ফাটানো হল মন্ত্রী স্বপ্নন দেবনাথের উদ্যোগে।
রাণা দাস, পূর্ব বর্ধমান: আজ মহালয়া ৷ পিতৃপক্ষের অবসান৷ আগামীকাল থেকে দেবীপক্ষের সূচনা। এই আবহে কুমির রয়েছে নদীর যে ঘাটে সেই ঘাটেই তপর্ণ করার ইচ্ছে প্রকাশ করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।
কী ঘটেছে?
পূর্ব বর্ধমানের কালনায় গঙ্গায় বোমাবাজি। স্থানীয়দের দাবি, এখানে নদীতে কুমির রয়েছে। অথচ, মহালয়ার পুণ্যলগ্নে তর্পণ করবেন অনেকে। তাই প্রশাসনের তরফে এভাবেই আতঙ্ক কাটানোর চেষ্টা করা হয়। রাজ্যে প্রায়শই বোমাবাজির ঘটনা শিরোনামে উঠে আসে। সম্প্রতি টিটাগড়ে বাদ যায়নি স্কুলও। মহালয়ার দিনও রাজ্যে বোমা ছোড়ার ঘটনা ঘটল! তবে তা মানুষের মনে আতঙ্ক ছড়াতে নয়, কুমিরের আতঙ্ক কাটাতে!!
পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন৷ রবিবার পিতৃপক্ষের সমাপ্তি, সোমবার দেবীপক্ষের সূচনা। এই মাহেন্দ্রক্ষণে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণের জন্য কালনার ধাত্রীগ্রামে গঙ্গার ঘাটে ভিড় জমান বহু মানুষ। স্থানীয়দের দাবি, এখানে নদীতে মাসখানেক থেকেই কুমির দেখা যাচ্ছে। অথচ, মহালয়ার পুণ্যলগ্নে তর্পণ করবেন সাধারণ মানুষ। মানুষকে সতর্ক করতে মাইকে প্রচার করে প্রশাসন।
আরও পড়ুন, মহালয়ায় শুভেন্দু- দিলীপের ছবিতে মালা দিয়ে বাবুঘাটে তর্পণ মদন মিত্রের
বনদফতরের তরফে কুমির তাড়াতে ফাটানো হল একের পর এক জল বোমা। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। কিন্তু, এতকিছু সত্ত্বেও কুমিরের ভয়ে গঙ্গায় নামতে পান অনেকে। বনদফতর সূত্রে খবর, সুন্দরবন থেকে জল বোমাগুলি আনা হয়। প্রায় ৫০টি জল বোমা ফাটানো হয়।
মহালয়ার পুণ্য তিথিতে জেলায় জেলায় চলে তর্পণ। হাওড়ার শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে পুণ্যার্থীদের ঢল। চলছে তর্পণ। হাওড়া সিটি পুলিশের তরফে ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। উলুবেড়িয়ার কালীবাড়ি গঙ্গার ঘাটেও তর্পণ করছেন বহু মানুষ।রয়েছে পুলিশি নিরাপত্তা। মহালয়া উপলক্ষ্যে হুগলিতে গঙ্গার ঘাটে ঘাটে তর্পণের জন্য ভিড়। দুর্ঘটনা এড়াতে স্পিড বোট নিয়ে গঙ্গাবক্ষে নজরদারি চালাচ্ছে সিভিল ডিফেন্স। চলছে মাইকে প্রচার। রাত থেকে শিলিগুড়ি শহরে বৃষ্টি শুরু হয়েছে। মহালয়ার সকালে বৃষ্টি উপেক্ষা করেই মহানন্দা নদীর ঘাটে তর্পণের উদ্দেশে ভিড় করেছেন বহু মানুষ।