নয়াদিল্লি: ২০০৫ সালে মুক্তি পায় কমেডি ঘরানার 'নো এন্ট্রি' ('No Entry')। অনিল কপূর (Anil Kapoor), সলমন খান (Salman Khan) ও ফরদিন খান (Fardeen Khan) অভিনীত ছবি দর্শকের পেটে খিল ধরিয়েছিল। বছরের পর বছর ধরে দর্শক এই ছবির সিক্যুয়েল দেখার অপেক্ষায়। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল অনীশ বাজমি (Anees Bazmee) প্রস্তুতি নিচ্ছেন নতুন ভাবনা দিয়ে 'নো এন্ট্রি'র সিক্যুয়েল তৈরির। এবার সেই জল্পনায় সিলমোহর দিলেন প্রযোজক বনি কপূর (Boney Kapoor)। কাদের দেখা যাবে অভিনয় করতে? ফিরবে পুরনো কাস্ট?


'নো এন্ট্রি' সিক্যুয়েল নিশ্চিত! কাদের দেখা যাবে অভিনয়ে?


প্রযোজক বনি কপূর নিশ্চিত করেছেন যে 'নো এন্ট্রি' ছবির সিক্যুয়েল তৈরি হবে। অভিনয়ে দেখা যাবে বরুণ ধবন, অর্জুন কপূর ও দিলজিৎ দোসানজ। এই কাস্টিংয়ের নাম প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা চরমে। সাধারণ মানুষের অত্যন্ত প্রিয় এই ফ্র্যাঞ্চাইজিতে এই কম্বো কেমন ম্যাজিক দেখাতে পারে তা দেখার অপেক্ষায় সকলেই। 


তবে এখানেই শেষ নয়। উত্তেজনায় আরও খানিক ঘি ঢেলে বনি কপূর এও জানান যে অভিনেতারা এক-দু'জন অভিনেত্রীর সঙ্গে নয়, রোম্যান্স করবেন দশ জন নায়িকার সঙ্গে। এই বছরের শেষ দিকে ছবির কাজ শুরু হওয়ার কথা। 'ময়দান' ছবির প্রচারের সময় বনি কপূর জাতীয় বিনোদন সংস্থা 'বলিউড হাঙ্গামা'কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'যা যা নাম শোনা যাচ্ছে সবটাই সত্যি। ওঁরাই এই ছবিতে অভিনয় করছেন। আশা করা যায় যে সবটা ভাল মতো হবে এবং 'নো এন্ট্রি ১'-এর মতোই এটাও আকর্ষণীয় ও মজাদার হবে। চিত্রনাট্য দুর্দান্ত। আমি শুধু এটুকুই বলতে পারে যে প্রথমটার থেকেও বেশি মজাদার এই স্ক্রিপ্ট।' তিনি আরও বলেন, 'অভিনেত্রীরা সকলেই নতুন। যেহেতু পুরো স্টারকাস্টই বদলে গেছে তাই এবার ১০ অভিনেত্রী থাকবেন। তবে কারা থাকবেন তা এখনও নিশ্চিত করা হয়নি।' কেবলমাত্র অভিনেতারা ও পরিচালক অনীশ বাজমির নামই চূড়ান্ত হয়েছে বলে জানান প্রযোজক। 


আরও পড়ুন: New Bengali Film: '১০-১২ বছর থেকে পরিকল্পনা ছিল', অবশেষে 'আলাপ' হচ্ছে আবির-মিমির


ইতিমধ্যেই বনি কপূর ব্যস্ত তাঁর শীঘ্রই মুক্তি পেতে চলা ছবি 'ময়দান' নিয়ে। অজয় দেবগণকে এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ভারতীয় ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবনের ওপর তৈরি ছবি মুক্তি পাবে এই ইদে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।