কলকাতা : কলকাতা পুরসভার নতুন চেয়ারপার্সন হলেন মালা রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তাঁর নাম ঘোষণা করলেন সুব্রত বক্সি। 


দায়িত্ব পাওয়ার পর মালা রায় বলেন, বিরোধীদের যথাযথ মর্যাদা আমরা দিয়েছি। বিরোধীরাও যাতে হাউসে নিরপেক্ষভাবে বলতে পারে এবং আমারও ভূমিকা থাকতে নিরপেক্ষভাবে তাঁদের প্রতি সমান নজর দেওয়া। সমান গুরুত্ব দেওয়া, সেটা দেখব।


অপারজেয় তকমা বজায় রেখে কলকাতা পুরভোটের (Kolkata Municipal Election 2021) ৮৮ নম্বর ওয়ার্ডে ফের একবার জিতেছেন মালা রায় (Mala Roy)। ৭৩৫৭ ভোটের ব্যবধানে জেতেন তিনি। ১৯৯৫ সাল থেকে তিনি টানা কাউন্সিলর যে ওয়ার্ডের। এই নিয়ে টানা ষষ্ঠবার পুরভোটে জিতে উঠে হাসিমুখে মালা রায় জানালেন, '৩৬৫ দিন মানুষের পাশে থাকি, সেই জন্যই মানুষ দু'হাত তুলে আর্শীবাদ করেছেন।' 


আরও পড়ুন ; কলকাতা পুরসভার নতুন চেয়ারপার্সন মালা রায়


কলকাতা পুরভোটে তৃণমূলের তৃতীয়বার ক্ষমতা দখল প্রসঙ্গে তাঁর সংযোজন, 'এই জয় সারা কলকাতার জয়। সাধারণ মানুষের জয়। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার জন্য যেরকম একাধিক কাজ করেছেন, আরও উন্নত করার স্বপ্ন দেখেছেন, তা এখানকার মানুষ সাদরে স্বাগত জানিয়েছেন।'


দক্ষিণ কলকাতার সাংসদ হওয়ার পাশাপাশি ফের কাউন্সিলর হিসেবে মালা রায়কে দাঁড় করানোর পর থেকেই জল্পনা ছিল, হয়ত পুরসভায় বড় কোনও দায়িত্ব দেওয়া হতে পারে মালা রায়কে। সেই প্রসঙ্গে জানতে চাইলে মালা রায় বলেছিলেন, 'এখনও দলের তরফে এমন কোনও ইঙ্গিত পাইনি। দল যে দায়িত্বই দেবে তা পালন করব। সাধারণ পুরপ্রতিনিধি হিসেবেই আগের মতো মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।' সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। কলকাতার নতুন চেয়ারপার্সন হলেন মালা রায়।


প্রসঙ্গত, কলকাতা পুরসভার নতুন দলনেতা ফিরহাদ হাকিম। ডেপুটি মেয়র অতীন ঘোষ। ডেপুটি মেয়র অতীন, মেয়র ইন কাউন্সিল হবেন ১৩ জন। ১৬-র মধ্যে ৯টি বরো কমিটির দায়িত্বে থাকছেন মহিলারা।