Malda: মালদার গাজোলে স্কুলেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ
West Bengal: জেলাশাসকের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি গঠন। জানলেন মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া।
করুণাময় সিংহ, মালদা: মালদার (Malda) গাজোলে স্কুলেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। স্কুলের দোতলার ঘরে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ৩ অভিযুক্ত গ্রেফতার। গণধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে, জানিয়েছেন এসপি।
স্কুলেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ: শিক্ষার আলোর বদলে, শিক্ষাঙ্গনেই জীবনে নেমে এল অন্ধকার। মালদার গাজোলে ক্লাসরুমে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল। যে ঘটনার কাছে যে কোনও বিশেষণই তুচ্ছ। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে মোট ৩৭ জন পড়ুয়া। দায়িত্বে একজন মাত্র শিক্ষক। শনিবার আসেননি তিনিও। নির্যাতিতা ছাত্রীর পরিবারের অভিযোগ, রক্ষীবিহীন স্কুলে ঢুকে পড়ে ৩ যুবক। পরিচিত হওয়ায়, তাদের ডাকে দোতলার ফাঁকা ক্লাসরুমে যায় কিশোরী। অভিযোগ, এরপরই কিশোরীকে গণধর্ষণ করা হয়। ঘণ্টাখানেক পর পালিয়ে যায় ৩ যুবক। পরিবারের দাবি, দোতলার ক্লাসে যাওয়ার সময় এক সহপাঠী তাদের দেখে ফেলে। পরে বন্ধুকে কাঁদতে দেখে সেই বাড়িতে খরব দেয়। বাড়ি ফিরে বিষয়টি জানায় নির্যাতিতা কিশোরী। এরপর সোমবার গাজোল থানায় অভিযোগ জানায় পরিবার।
এবিষয়ে, মালদার জেলাশাসক জানিয়েছেন, অতিরিক্ত জেলাশাসকের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। সকুল চত্বরে কীভাবে এই ঘটনা ঘটল।স্কুলের শিক্ষক কোথায় ছিলেন, কেন তিনি আসেননি। সমস্ত বিষয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্ত কমিটি গঠন করেছে স্কুল শিক্ষা দফতরও। মঙ্গলবার, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও অতিরিক্ত জেলাশাসক শম্পা হাজরা নির্যাতিতা ছাত্রীর বাড়িতে যান।
মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ: নদিয়ার কৃষ্ণগঞ্জে ক্যাম্পেই বিএসএফের মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ উঠল বিএসএফের কম্পানি কম্যান্ডারের বিরুদ্ধে। গত শনিবার মহিলা কনস্টেবলকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তিনি এসএসকেএমে ভর্তি রয়েছেন। ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কৃষ্ণগঞ্জে সেই অভিযোগ পাঠিয়েছে ভবানীপুর থানার পুলিশ। বিএসএফ জানিয়েছে, অভিযুক্ত কম্পানি কম্যান্ডারকে সাসপেন্ড করা হয়েছে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। তদন্ত করছে পুলিশও।
আরও পড়ুন: Kuntal Ghosh: কুন্তল ঘোষের নামে চার্জশিট জমা দিল ইডি