করুণাময় সিংহ, মালদা: দক্ষিণবঙ্গে তীব্র গরম, উত্তরবঙ্গে ঝেঁপে বৃষ্টি হচ্ছে। মালদার (Malda Dengue Update) কালিয়াচকে শিশুর শরীরে বার্ড ফ্লু-র (Bird Flu Virus) ভাইরাস মিলেছে। এরই মধ্য়ে মালদায় ডেঙ্গির বিপদ। বর্ষা আসার আগেই মালদায় ক্রমশ বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জেলা স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে মালদায় এখনও পর্যন্ত ১৪২ জনের রক্তের নমুনায় ডেঙ্গির সংক্রমণ ধরা পড়েছে। যা গতবছরের তুলনায় বেশি। আক্রান্তদের মধ্যে এখন একজন মালদা মেডিকেল কলেজে ডেঙ্গি আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সামনেই বর্ষার মরশুম (Rainy Season), তার আগে এভাবে ডেঙ্গি ছড়াতে থাকায় বেড়েছে উদ্বেগ। এই পরিস্থিতি সামাল দিতে ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে জল জমে থাকার বিষয়টি খতিয়ে দেখছে। বাসিন্দাদের সচেতন করার কাজও শুরু করেছে পুর কর্তৃপক্ষ। 


জেলা স্বাস্থ্য (Dengue Update) দফতর সূত্রে জানা গিয়েছে, গত বছরের তুলনায় এই বছর ডেঙ্গি সংক্রমণের আক্রান্তের সংখ্যা বেড়েছে। মালদা মেডিক্যাল কলেজে বিনামূল্যে ডেঙ্গির পরীক্ষার জন্য রোগীদের ভিড় বাড়ছে। জ্বর হলেই হচ্ছে আতঙ্ক। বিভিন্ন এলাকা থেকে জ্বরের রোগীরা ছুটে আসছেন মেডিকেল কলেজের আউটডোরে। রোগীদের রক্তের নমুনা নিয়ে ডেঙ্গি পরীক্ষা করা হচ্ছে। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে জেলাশাসক নীতিন সিংহানিয়া মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং জেলা স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।


মালদার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. সুদীপ্ত ভাদুড়ি জানিয়েছেন, এ বছর এখনও পর্যন্ত ১৪২ জনের রক্তের নমুনায় ডেঙ্গির সংক্রমণ ধরা পড়েছে। অধিকাংশ রোগীই বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছে। কেউ নার্সিংহোমে ভর্তি হয়েছেন। মালদা মেডিকেল কলেজেও একজন ডেঙ্গি চিকিৎসাধীন রোগী রয়েছেন।


কোন এলাকায় ডেঙ্গি-প্রভাব বেশি?
ইংরেজবাজারের কালিয়াচক ১,২,৩ ব্লকেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি । এক্ষেত্রে স্বাস্থ্য দফতর এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গি প্রতিরোধের ক্ষেত্রে সমস্ত রকম প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। 
গত বছর ইংরেজবাজার পুরসভার ২৫টি ওয়ার্ডে মারাত্মকভাবে ডেঙ্গি সংক্রমণ হয়েছিল। সেই কথা মাথায় রেখে এবার গোড়া থেকেই ডেঙ্গি মোকাবিলার চেষ্টা করছে পুরসভা। বাড়ি বাড়ি যাচ্ছেন পুরকর্মীরা। ওয়ার্ড ভিত্তিক নিকাশি নালাগুলি পরিষ্কার করা হচ্ছে বলে জানিয়েছেন ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ। 


প্রতিবছরই ডেঙ্গি সংক্রমণ দেখা যায় মালদা এবং ইংরেজবাজারে। ডেঙ্গি মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে তৃণমূল পরিচালিত পুরসভা। কিন্তু তা মানতে নারাজ বিরোধীরা। সব জায়গায় সাফাই করা হচ্ছে না, একাধিক জায়গায় আবর্জনা পড়ে রয়েছে, জল জমে থাকছে বলে অভিযোগ ইংরেজবাজার পুরসভার বিরোধী কাউন্সিলর অম্লান ভাদুড়ির।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: রাহুল গাঁধীর ভুয়ো ভিডিও ভাইরাল নেট-দুনিয়ায়! কী রয়েছে তাতে?