করুণাময় সিংহ, ইংরেজবাজার: হাতে গোনা কয়েক দিন মাত্র। বর্ষ ঘনিয়ে আসছে। তার আগেই নেমে এল বিপদ। ইংরেজবাজারে নদী তীরবর্তী এলাকায় আচমকাই দেখা দিল ফাটল। কয়েক ফুট বা মিটার নয়, নয় নয় করে ৪০০ থেকে ৪৫০ মিটার এলাকা জুড়ে ফাটল দেখা দিয়েছে। তাকে ঘিরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায় (Malda News)।
মালদা জেলার ইংরেজবজার ব্লকের (English Bazar News) শোভানগর অঞ্চলের চণ্ডীপুরের ঘটনা। সেখানে নদী তীরবর্তী এলাকায় আচমকাই ফাটল দেখা দিয়েছে। যত দিন যাচ্ছে ক্রমশ জনবসতির দিকে এগিয়ে আসছে এই ফাটল। তাতেই রাতের ঘুম উড়ে গিয়েছে এলাকাবাসীর। তীব্র আতঙ্ক দেখা দিয়েছে এলাকাবাসীদের মধ্যে। বর্ষার মুখে এমন পরিস্থিতিতে অশনি সঙ্কেত দেখছেন অনেকেই।
এলকার বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিন ফাটল যে ভাবে এগিয়ে আসছে জনবসতির দিকে, তাতে আতঙ্কিত সকলে। নদী তীরবর্তী এলাকায় প্রায় ৫০০টি পরিবারের বাস রয়েছে। প্রতিদিনই প্রায় ১৫ থেকে ২০ ফুট এলাকা গর্তে ঢুকে যাচ্ছে। এ ভাবে চলতে থাকলে শীঘ্রই বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে মনে করছেন এলাকাবাসীরা।
আরও পড়ুন: Madan Mitra: ‘দিনভর অভিষেককে রগড়েছে CBI, সেই অবস্থাতেও মমতা মানবিক, তাই সঙ্গে আছি’, বললেন মদন
ব্লক প্রশাসন এবং জেলা পুলিশ প্রশাসনকে ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। ইতিমধ্যেই ব্লক পোস্ট ইংরেজবাজার ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধিরা এসে এলাকা ঘুরে গিয়েছেন। জেলা প্রশাসন এমনকি সেচ দফতরও বিষয়টি নিয়ে ভাবিত। এলাকাবাসীদের দাবি, এখন থেকেই এ বিষয়ে উদ্যোগী না হলে বর্ষায় এলাকার বড় অংশ ধসে যাবে।
এই প্রথম এলাকায় এমন ফাটল দেখা দিল বলে জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি সামনে আসতেই এলাকায় সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে। ফাটলের ধারেকাছে যেতে দেওয়া হচ্ছে না কাউকে। কিন্তু ফাটল ক্রমশ বেড়ে চলেছে বলে অভিযোগ। জায়গায় জায়গায় বেশ কিছু গর্তও তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না হলে ৫০০ পরিবার ভিটেমাটি ছাড়া হয়ে যেতে পারে।
এ নিয়ে ইংরেজবাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী বলেন, "বিষয়টি আমরা শুনেছি এবং ইতিমধ্যেই এলাকায় আমাদের আধিকারিকরা ঘুরে এসেছেন। সেচ দফতরকেও জানানো হচ্ছে। তারাও ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখবে। প্রশাসন এলাকার মানুষের পাশে রয়েছে। অযথা আতঙ্ক হওয়ার দরকার নেই।"