অভিজিৎ চৌধুরী, মালদা: সরকারি জমি বেদখল হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে ভূরি ভূরি। অবৈধ ভাবে জলাশয় ভরাটের ঘটনাও কিছু কম যায় না। রাজ্য জুড়ে জমি মাফিয়াদের দৌরাত্ম্য দিনের পর দিনেই বেড়েই চলেছে। সেই আবহে মালদায় কড়া অবস্থান নিতে দেখা গেল প্রশাসনকে। অবৈধ ভাবে জলাশয় ভরাট করার দায়ে দু’টি ট্র্যাক্টর আটক করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে (Land Mafia)। 


ভোররাতে জলাশয় ভরাটের চেষ্টা মালদার ইংরেজবাজারে


মালদার (Malda News) ইংরেজবাজার (English Bazar News) পৌরসভার অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। সেখানে জমি মাফিয়াদের দৌরাত্ম্য নতুন কিছু নয়। এমনকি রাতবিরেতে মাটি-পাথর ফেলে জলাশয় ভরাট করে ফেলার নজিরও রয়েছে। কিন্তু এ বারকড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করল পুলিশ। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাতে সেখানে একটি জলাশয় ভরাট করা হচ্ছিল। বৃহস্পতিবার সকাল হতে স্থানীয়দের কাছে বিষয়টি জানতে পারেন কাউন্সিলর মনীষা সাহা। লোকজন নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে নেতাজি কলোনির বিল থেকে দু’টি ট্র্যাক্টর ধরে ফেলেন। তার পর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ট্র্যাক্টর দু’টি আটক করে। পরে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় থানায়।


আরও পড়ুন: Khardaha News: মঞ্চে রয়েছেন শোভনদেব, সৌগত, খড়দায় তৃণমূলের সভার পাশেই ‘চোর’ লেখা পোস্টার, তুঙ্গে তরজা


৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা। তিনি বলেন, ‘‘ভোররাতে জমি মাফিয়ারা জলাশয় ভরাটের চেষ্টা করছিল। খবর পেয়ে আমার ছেলেরা দু’টি ট্র্যাক্টর ধরে ফেলে। পুলিশ এসে সেগুলি আটক করে থানায় নিয়ে যায়।’’ 


মনীষা আরও জানিয়েছেন যে, জলাশয় এ ভাবে ভরাট করতে  থাকলে শহরের নিকাশি প্রকল্প বিঘ্নিত হবে। সাামন্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যাবে গোটা এলাকা। তাই কোনও ভাবেই জলাশয় ভরাট করতে দেওয়া যাবে না। তার জ্য সবরকম প্রচেষ্টা চালাচ্ছেন তাঁরা। এ নিয়ে তদন্ত হওয়া উচিত বলে মত তাঁর। 


মালদায় জমি মাফিয়াদের দৌরাত্ম্য


এ বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু বাবুর সঙ্গে যোগাযোগ করলে তিনি জান, জলাশয় ভরাট কোনও মতে বরদাস্ত করা হবে না। যারা এই সমস্ত কাজে যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। এলাকায় জমি মাফিয়াদের দৌরাত্ম্য ঠেকাতে প্রশাসন তৎপর বলেও জানান তিনি।