করুণাময় সিংহ, মালদা: দাঁড়িয়ে থাকা লরিতে আগুন। লেলিহান শিখায় পরপর পুড়ে গেল মালবোঝাই ৩টি লরি। লরিতে (Fire Incident at Malda) অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মালদার (Malda News) বৈষ্ণবনগর থানায় এলাকায় আঠারো মাইলে।


গতকাল রাতে প্রায় আড়াইটা নাগাদ আগুন লাগে ওই তিনটি লরিতে। স্থানীয়রা জানাচ্ছেন, ওই লরিগুলিতে লোহার রড, পাত এবং প্লাস্টিকের পাইপ বোঝাই করা ছিল। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে দিয়েছে লরিগুলি, উদ্ধার করা যায়নি কোনও মালপত্র। সূত্রের খবর, আগুনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক চার কোটি টাকা। 


কীভাবে লাগল আগুন?
লরিগুলিতে আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। লরির মালিক সারিকুল সেখ ও ওয়াসিম রেজা জানান, গতকাল রাতে প্রায় তিনটে নাগাদ গাড়িতে আগুন লাগার খবর পান তাঁরা। তড়িঘড়ি তাঁরা ঘটনাস্থলে আসেন। সেখানে এসে তাঁরা দেখেন পাশাপাশি রাখা তিনটে গাড়ি দাউদাউ করে জ্বলছে। বিষয়টি দ্রুত বৈষ্ণবনগর থানার পুলিসকে জানানো হলে ঘটনাস্থলে আসে পুলিস। ঘটনাস্থলে আসে দমকলও। দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ভস্মীভূত হয়ে গিয়েছে ৩টি লরি। লরির মালিকদের দাবি, আনুমানিক ক্ষতির পরিমাণ চার কোটি টাকা। যদিও আগুন লাগার কারণ নিয়ে লরির মালিকদের বক্তব্য, কেউ বা কারা শত্রুতা করে তাঁদের লরিতে আগুন লাগিয়েছে।


প্রত্যক্ষদর্শী লক্ষ্মী মন্ডল বলেন, 'পাশেই আমার হোটেল রয়েছে। সেখানে অনেকে খাওয়া-দাওয়া করছিল। হঠাৎ দেখি, জাতীয় সড়কের পাশে থাকা একটি গ্যারেজের সামনে রাখা কয়েকটি গাড়িতে আগুন জ্বলছে। আমরা দ্রুত সেখানে যায়। সেখান থেকেই গাড়ির মালিকদের বিষয়টি জানায়। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে কেউ বা কারা শত্রুতা করে আগুন লাগিয়েছে।' ইতিমধ্যেই বৈষ্ণবনগর থানায় (Baishnabnagar police Station) একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গাড়ির মালিকদের পক্ষ থেকে।


কলকাতাতেও অগ্নিকাণ্ড:
আনন্দপুরে বিধ্বংসী আগুনে পুড়ে গেল ৫০-টিরও বেশি ঝুপড়ি। মাথার ওপর ছাদ হারাল বহু পরিবার। কেউ কেউ শেষ সম্বলটুকু খুইয়েছেন। দমকলের ১০টি ইঞ্জিনের ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে খাক গৃহস্থালির জিনিস থেকে শুরু করে টাকাকড়ি, সোনাদানা।  ক লহমায় অনিশ্চিত হয়ে গিয়েছে আনন্দপুরের ঝুপড়িবাসী মানুষগুলোর জীবন। খবর পেয়ে এলাকায় যান কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, মন্ত্রী জাভেদ খান ও সাংসদ মালা রায়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: গ্রামবাসীদের তাড়া খেয়ে লুকিয়ে TMC নেতা! সাড়ে ৪ ঘণ্টা পরে আটক