করণাময় সিংহ, মালদা: অবশেষে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Malda Medical College) কাজে যোগ দিলেন চিকিৎসক অরুণাভ দত্ত চৌধুরী। তিনি আর জি কর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান। মাসখানেক আগে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে যোগদান করতে এসেও জুনিয়র ডাক্তারদের বিক্ষোভে ফিরতে হয় তাঁকে। শেষমেশ কাজে যোগ দিলেন তিনি।


অবশেষে কাজে যোগ: আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনে তোলপাড় রাজ্য। নিহত চিকিৎসকের দেহ উদ্ধার হয় চেস্ট মেডিসিন বিভাগে সেমিনার হল থেকে। ওই বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধানের মালদা মেডিক্যালে যোগদান নিয়ে আপত্তি তোলেন সংশ্লিষ্ট হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। অবশেষে মালদা মেডিক্যাল কলেজ অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায়ের হস্তক্ষেপে কাজে যোগ দিলেন অরুণাভ দত্ত চৌধুরী। 


আর জি কর কাণ্ডের পর চেস্ট মেডিসিন বিভাগের এই বিভাগীয় প্রধানকে মালদায় বদলির নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দফতর। কিন্তু কাজে যোগ দিতে এসে বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। এই বিষয়ে মালদা মেডিক্যালের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় জানান, "যোগদানের আবেদন নিয়ে এসেছিলেন তিনি। তাঁকে আমরা যোগদান করালাম। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের চেস্ট বিভাগের অধ্যাপক হিসাবে তিনি কাজে যোগদান করছেন। এর আগেও অবশ্য তিনি দুইবার যোগদান করতে এসেছিলেন। কিন্তু জুনিয়ার ডাক্তারদের বিক্ষোভের জেরে তিনি যোগদান করতে পারেননি। আমরা এই নিয়ে জুনিয়ার ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসেছিলাম। তাঁদের বুঝিয়েছি। সরকারি নির্দেশ অনুযায়ী তিনি এখানে এসেছেন তাঁকে যোগদান করাতেই হবে। এখানে কিছু করার নেই। সেই মতো আজ তিনি যোগদান করেছেন।'' যদিও এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি অরুণাভ দত্ত চৌধুরী।


এদিকে আর জি কর-কাণ্ডের ছায়া জয়নগরে। চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর এবার ৯ বছরের বালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর
আড়াইটে নাগাদ জয়নগরে টিউশন পড়তে গিয়ে বাড়ি ফেরেনি নাবালিকা। শুক্রবার রাত সাড়ে ৩টে নাগাদ কুলতলির বাড়ি থেকে এক কিলোমিটার দূরে জলাজমিতে মেলে চতুর্থ শ্রেণির ছাত্রীর দেহ। আজ, রবিবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে জয়নগর রওনা দেবে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের প্রতিনিধিদল। দলে রয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী, পবিত্র গোস্বামী, সজল বিশ্বাস, কাজলকৃষ্ণ বণিক-সহ সিনিয়র ডাক্তাররা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Junior Doctors Strike: আমরণ অনশনের দ্বিতীয় দিন, বায়ো টয়লেটেও 'আপত্তি' পুলিশের