অভিজিৎ চৌধুরী, মালদা: ফের ব্যাগভর্তি বোমা উদ্ধার মালদায় (Malda News)। ফাঁকা জমিতে বা নির্জন জায়গায় নয়, এ বার বোমা মিলল লোকালয়ের ভিতরে। স্থানীয় এক বাসিন্দার বাড়ির একেবারে পাশ থেকে। পরিত্যক্ত অবস্থায় নাইলন ব্যাগের মধ্যে রেখে যাওয়া হয়েছিল বল বোমা (Ball Bomb)। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াচক থানার পুলিশ (Kaliachak Police Station)। বোমা নিস্ক্রিয় করতে ডেকে পাঠানো হয় বম্ব স্কোয়াডকেও (Bomb Squad)।


চলতি সপ্তাহে এই নিয়ে দু’বার মালদায় ব্যাগভর্তি বোমা উদ্ধার হল। শনিবার সকালে কালিয়াচক থানার অন্তর্গত রামনগরের বসতি এলাকায় ব্যাগভর্তি বল বোমা উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ বসানো রয়েছে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দা সজল মণ্ডলের। পাড়া প্রতিবেশিদের বিষয়টি জানান তিনি। তাতে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।


নিজেরা ঝুঁকি না নিয়ে এর পর কালিয়াচক থানায় খবর দেন এলাকাবাসী। পুলিশের দল এসেই ব্যাগভর্তি বোমা উদ্ধার করে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। বোমাগুলি নিস্ক্রিয় করার কাজ শুরু হয়েছে। তবে কে বা কারা লোকালয়ের মধ্যে ব্যাগভর্তি বোমা রেখে গেল, তা জানা যায়নি। ওই বাড়ির আশেপাশে সন্দেহজনগ গতিবিধির কাউকে দেখেছেন কি না, এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।


বলের মতো গোল করে বাঁধা বোমাকেই বোল বোমা বলে। এ দিন মুর্শিদাবাদের বহরমপুরে খেলার মাঠে বল বোমা ফেটে বিপত্তি ঘটেছে। খেলাপ বল ভেবে সেটি তুলে আনে একদল কিশোর। কিন্তু সেটি নিয়ে খেলতে গেলেই তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। তাতে গুরুতর জখম হয়েছে ওই তিন কিশোর। এক দিন আগে উত্তর দিনাজপুরের হেমতাবাদে ওষুধের দোকানে পার্সেল খুলতেি তীব্র বিস্ফোরণ ঘটে। তাতে গুরুতর জখম হন তিন জন।


আরও পড়ুন: Hemtabad Parcel Blast: ২৪ ঘণ্টা কাটতে চললেও গ্রেফতারি নেই, পার্সেল বিস্ফোরণ-কাণ্ডে হেমতাবাদ বন্‌ধ ব্যবসায়ীদের


তবে মালদায় লোকালয়ের মধ্যে বোমাভর্তি ব্যাগ উদ্ধার ঘিরে নড়েচড়ে বসেছে স্থানীয় পুলিশ এবং প্রশাসন। কারণ দু’দিন আগেই, বৃহস্পতিবার মালদার চাঁচলে ভুট্টার জমি থেকে দু’টি নাইলনের ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়। ভোরবেলা চাষের জমিতে কাজ করতে গিয়ে বোমাভর্তি ব্যাগ দেখতে পান কৃষকরা। তাতে উত্তেজনা ছড়ায় এলাকায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। তার পর বম্ব স্কোয়াড এসে বোমাগুলি নিস্ক্রিয় করে। তার পর এ দিন ফের বল বোমা উদ্ধার হল সেখানে।