করুণাময় সিংহ, কালিয়াচক: বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে এক যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার। শুক্রবার সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা জেলার (Malda News) কালিয়াচক থানার চরি অনন্তপুরের কেয়ামত টোলা এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। 


যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মামুদ মিঞা (২০)। গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। এদিন সীমান্তে চুরি অনন্তপুরে কেয়ামত তোলা এলাকায় ওই যুবকের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পরিবারের সদস্যরা। সেখান থেকে উদ্ধার করে তড়িঘড়ি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এদিন মৃত যুবকের এক আত্মীয় জানান, "গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়েছিল মামুদ। এরপর আর বাড়ি ফেরেনি। সকালে আমরা জানতে পারি ভারত বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। সেইখান থেকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। কীভাবে ওই যুবক সেখানে গিয়েছিলেন, কী কারণে গুলি? তার তদন্ত শুরু করেছে পুলিশ। 


গতকাল নিউটাউনে সিভিক ভলেন্টিয়ারের দেহ উদ্ধার হয়। পরিবারের সূত্রে খবর, লেকটাউন ট্রাফিকে কর্মরত ছিলেন সিভিক ভলেন্টিয়ার কৌশিক দেবনাথ। এক বছর আগে বিয়ে করে নিউ টাউন হাতিয়ারা হেলাবটতলা এলাকায় বসবাস শুরু করেন। অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর স্ত্রী বিভিন্ন ধরনের দাবি করতে থাকেন। কৌশিক যাতে তাঁর বাবা মাকে ছেড়ে স্ত্রীর সঙ্গে অন্য কোথাও গিয়ে থাকে তার জন্য চাপ দিতে থাকেন বলে অভিযোগ। কিন্তু তাতে রাজি হননি কৌশিক। পরিবার সূত্রে জানা যায়, এরপরই কৌশিকের স্ত্রী নিজের বাবা-মায়ের বাড়িতে চলে যান। কৌশিকের পরিবারের অভিযোগ, ফোন করে মানসিক চাপ সৃষ্টি করছিলেন তাঁর স্ত্রী। যার ফলে মানসিক অবসাদে ভুগছিলেন কৌশিক। তাই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের। এই মৃত্যুর পিছনে কী কারণ? তা জানতে তদন্তে নেমেছে ইকোপার্ক থানার পুলিশ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Hooghly News: 'সোনার ব্রেসলেট কুড়িয়ে পেয়েছেন' ! মহিলাকে তুলে নিয়ে গিয়ে মারধর, চোখে লঙ্কার গুঁড়ো ! সাসপেন্ড অভিযুক্ত SI