করুণাময় সিংহ, মালদা: সালিশি সভা চলাকালীন শ্যুটআউটের ঘটনা মালদায় (Malda News)। বধূর শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে। তা নিয়েই বসে সালিশি সভা (khap Panchayat)। সেই সময় অভিযুক্ত যুবক গুলি চালিয়ে বসে বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত। উদ্ধার করা গিয়েছে আগ্নেয়াস্ত্রটি। এই ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং দু’জন ছুরি আঘাতে আহত বলে জানা গিয়েছে (Malda Shoot out)।
সালিশি সভা চলাকালীন গুলি মালদায়
মালদা জেলার ঘটনা (District News)। মঙ্গলবার রাতে সালিশি সভা চলাকালীন ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছন, সম্প্রতি গ্রামের এক বধূর শ্লীলতাহানির অভিযোগ ওঠে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। মহিলার পরিবারের অভিযোগ, আপত্তিকর ছবি তুলে ওই বধূকে ব্ল্যাকমেল করছিলেন অভিযুক্ত।
বিষয়টি সামনে আসার পর, মঙ্গলবার রাতে সালিশি সভা বসান গ্রামবাসীরাই। অভিযোগ, সেইসময় হঠাত্ করে এক গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন অভিযুক্ত যুবক। গুলি গিয়ে গুলি ওই ব্যক্তির পায়ে লাগে। অভিযুক্তের দুই সঙ্গী ছুরিও চালান বলে অভিযোগ। তাতে আরও দুই গ্রামবাসী আহত হয়েছেন।
হেনস্থার শিকার মহিলার এক আত্মীয় সংবাদমাধ্যমে বলেন, ‘‘দাদা বাইরে থাকে। বউদি বাড়িতে একা ছিল। রাতে দেওয়াল টপকে বাড়ি ঢুকে পড়ে। ছবি তুলে নেয়। ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করছিল। কাল রাতে গ্রামে বিচার বসেছিল। তখনই এই ঘটনা।’’
আরও পড়ুন: Khagen Murmu: ‘মিথ্যে বলে, মানুষকে বোকা বানিয়ে ক্ষমতায় তৃণমূল‘, তৃণমূলকে আক্রমণ খগেনের
গ্রামের এক বাসিন্দা বলেন, ‘‘মীমাংসার জন্য বিচারে বসেছিল। তখনই গুলি চালায়। ২ জনকে চাকু মেরেছে। এর বাড়িতে আরও অস্ত্র আছে।’’ আহত তিনজনই মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিত্সাধীন।
বিষয়টি জানতে পেরে মঙ্গলবার রাতেই ওই গ্রামে যায় পুলিশ। অভিযুক্ত যুবক ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে হেনস্থার শিকার মহিলার পরিবার। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রটি। তবে অভিযুক্ত যুব এবং তাঁর সঙ্গীরা ঘটনার পর থেকই গা ঢাকা দিয়েছেন। তাঁদের খোঁজ চলছে।
সালিশি সভা নিয়েও তদন্ত শুরু হয়েছে
এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে গ্রামে সালিশি সভা বসানো নিয়েও প্রশ্ন উঠছে। সে ব্যাপারেও খোঁজ খবর নিচ্ছে পুলিশ।