অভিজিৎ চৌধুরী, মালদা: ফের পেটের টানে অন্য রাজ্যে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের। ভিন রাজ্যে কাজে গিয়ে পুরাতন মালদা থানা এলাকার (Old Malda Thana Area) এক পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে (Migrant Worker Death। পরিবারের একমাত্র রোজগারের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন
মৃতদেহ বাড়িতে পৌঁছনোর অপেক্ষায় প্রহর গুনছেন সকলে। জানা গেছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম মোহাব্বত শেখ (৩০), বাড়ি পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের কংসতলা এলাকায়। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন মৃত মোহাব্বত শেখ। মৃতদেহ বাড়িতে কীভাবে পৌঁছবে দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা। 'সরকারি সাহায্যের' দাবি তুলেছেন অসহায় পরিবারটি।
কেরলে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পরিযায়ী শ্রমিকের
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে অভাব অনটনের জন্য পেটের তাগিদে, বিগত ৮ মাস আগে ভিন রাজ্য কেরলে নির্মাণ শ্রমিকের কাজে যান। গত শনিবার রাতে রেল লাইন পারাপার করার সময় ট্রেনের ধাক্কায় কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছনো মাত্রই শোকের ছায়া নেমে এসেছে।
অসহায় ওই পরিবারটি পাশে গিয়ে দাঁড়াবো :পুরাতন মালদা ব্লকের বিডিও
পরিবার রয়েছে বৃদ্ধা মা, স্ত্রী এবং তিনটি ছেলে ও একটি মেয়ে। কীভাবে সংসারের অর্থাভাব মেটাবেন এ নিয়ে দুশ্চিন্তায় হতাশগ্রস্ত পরিবারের সকলে। পাশাপাশি এ বিষয়ে পুরাতন মালদা ব্লকের বিডিও সেঁজুতি পাল মাইতি জানান, 'পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক দুর্ঘটনাটি শুনেছি। আমরা এ বিষয়ে একটি রিপোর্ট তৈরি করছি এবং অসহায় ওই পরিবারটি পাশে গিয়ে দাঁড়াবো।'
আরও পড়ুন, 'তৃণমূলের ভোট-সন্ত্রাসে খুন..' ? পিংলায় নিহত BJP কর্মীর বাড়িতে রাজ্যপাল
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।