করুণাময় সিংহ, মালদা: মালদার (Malda) হবিবপুরে চাঞ্চল্যকর ঘটনা। শোওয়ার ঘর থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ (hanging body)। কীভাবে মৃত্যু হল মাত্র ২১ বছরের ওই যুবকের? কী বলছেন বাড়ির লোকজন?
যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
নিজের শোওয়ার ঘর থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। এলাকায় ওই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল।
ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের শিশুডাঙ্গা এলাকায়। পরিবার সূত্রে জানা যায় মৃত যুবকের নাম বাপ্পা শিকদার। বয়স মাত্র ২১।
মৃত যুবকের কাকার কথায়, মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে ঘুমোতে যায় বাপ্পা। বুধবার সকালে নিয়মমাফিক ছেলেকে ডাকতে আসেন তার মা। কিন্তু হাজার ডাকাডাকি করলেও তার কোনও আওয়াজ মেলে না। তখনই আওয়াজ না পাওয়ায় মৃতের মা চিৎকার চেঁচামিচি শুরু করে দেন। মৃতের কাকু এসে ঘরের দরজা ভেঙে দেখতে পায় ওই যুবক গামছা লাগানো অবস্থায় ঝুলে রয়েছে ঘরে। তাকে পরিবারের লোকজনই উদ্ধার করে তড়িঘড়ি বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। কীভাবে মৃত্যু, আত্মহত্যা না অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে হবিবপুর থানার পুলিশ।
আরও পড়ুন: TMC Muri GST Protest : 'একথালা মুড়ি খাব...মুড়িতেও জিএসটি' আজ সংসদ ভবনে ধর্না বিক্ষোভ TMC র
স্বর্ণব্যবসায়ীর দেহ উদ্ধার
রাস্তা থেকে উদ্ধার ব্যবসায়ীর দেহ। ষড়যন্ত্র করে খুনের অভিযোগ পরিবারের। বাঁকুড়ার মুকুটমণিপুরের ঘটনা। খবর ছড়াতেই চাঞ্চল্য এলাকায়। নিহতের নাম শুভঙ্কর দে। বয়স ৩৬ বছর। পরিবারের দাবি গত ২৩ জুলাই নিখোঁজ হয়ে যান ওই ব্যবসায়ী। পরে তাঁর বাইকের খোঁজ মিললেও শুভঙ্করের হদিস পাওয়া যায়নি। অবশেষে রবিবার সকালে খাতড়া মুকুটমণিপুর রাস্তায় বাগজোবড়া রাস্তার ধারে একটি দেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, সেটি ওই নিখোঁজ ব্যবসায়ীর।